6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M35 5G ভারতে শীঘ্রই করবে এন্ট্রি, জানুন লঞ্চ কবে?
Samsung ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন সিরিজে কাজ করছে
কোম্পানি দেশে Samsung Galaxy M35 5G স্মার্টফোন লঞ্চ সম্পর্কে টিজার প্রকাশ করেছে
অ্যামাজন প্রকাশ করেছে যে স্যামসাং গ্যালাক্সি এম35 5G ভারতে অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন লঞ্চ করা হবে
Samsung ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন সিরিজে কাজ করছে। এটি লঞ্চের আগই ই-কমার্স সাইট Amazon -এ টিজ করে দেওয়া হয়েছে। স্যামসাং ভারতে তার লেটেস্ট Galaxy M-Series স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি দেশে Samsung Galaxy M35 5G স্মার্টফোন লঞ্চ সম্পর্কে টিজার প্রকাশ করেছে।
অ্যামাজন সাইটে Samsung Galaxy M35 5G স্মার্টফোন হল টিজ
দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি X (টুইটার) প্ল্যাটফর্মে আপকামিং স্মার্টফোনের টিজার পোস্ট শুরু করে দিয়েছে। এর সাথেই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন প্রকাশ করেছে যে স্যামসাং গ্যালাক্সি এম35 5G ভারতে অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 15 জুলাই iQOO Z9 Lite 5G ভারতে হবে লঞ্চ, জানুন থাকবে কোন প্রসেসর
The results are out, and it's clear that India loves its Monster!
— Samsung India (@SamsungIndia) July 2, 2024
Thank you for helping us decide the most popular Monster feature. Stay tuned for more!#MustBeAMonster #MonsterLove #Samsung pic.twitter.com/naE09rZ6L7
অ্যামাজন 20 থেকে 21 জুলাই বার্ষিক প্রাইম ডে সেল চলবে। বলে দি যে ফোনটি ভারতের আগেই ব্রাজিল এর বাজারে বিক্রি করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এম35 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম35 5G ফোনে 6.6-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এটি 1080×2340 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর: আপকামিং স্মার্টফোনটি অক্টা-কোর Exynos 1380 চিপসেট এবং 8GB RAM+256GB স্টোরেজ সহ আসতে পারে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরা: নতুন গ্যালাক্সি এম35 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পেয়ার করা হবে। ডিভাইসে ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা থাকবে।
ব্যাটারি: এক্স সাইটে পোস্ট টিজার থেকে জানা গেছে যে ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে।
গ্যালাক্সি এম35 5G ফোনে সাইড-মাউটেন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি এটমস সহ স্টেরিও স্পিকার থাকবে।
আরও পড়ুন: Amazon Prime Day Sale 2024: এই দিন শুরু হচ্ছে অ্যামাজনের ধামাকা প্রাইম ডে সেল, জানুন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile