Samsung -এর তরফে একটি নতুন ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলা হচ্ছে। এই আসন্ন ফোনটির নাম Samsung Galaxy M34 5G। এই ফোনের ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে Amazon -এ। শুধু তাই নয় সেখানে এখন নানা তথ্য পাওয়া যাচ্ছে।
এই Amazon -এর পেজ থেকেই এই ফোনের জরুরি ফিচারগুলো প্রকাশ্যে আনা হল। জানা গিয়েছে এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে থাকবে, সঙ্গে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির দেখা US ফেডারেল কমিউনিকেশন্স কমিশন বা FCC ডেটাবেসে দেখা গিয়েছে।
এখানে 5G কানেকটিভিটি ছাড়াও ডুয়াল সিম স্লট থাকবে। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে এই ফোনে।
Samsung Galaxy -এর এই ফোনটি Amazon থেকে কেনা যাবে। যদিও এখনও পর্যন্ত এই E-commerce সাইটের তরফে এই ফোনের লঞ্চের দিন প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন: iTel Feature Phones: সুপার গুরু ফিচার ফোন সিরিজ আনল আইটেল, UPI পেমেন্ট সহ পাবেন আর কোন সুবিধা?
Galaxy M34 5G ফোনটির মাইক্রো সাইটে Amazon -এর তরফে জানানো হয়েছে Samsung -এর তরফে একটা সার্ভে করা হয়েছিল। সেখানে জানতে চাওয়া হয়েছে গ্রাহকেরা তাঁদের ফোনে কোন দুটো জিনিস চান।
এই সার্ভেতে 2% বলেছে OIS সহ ক্যামেরা। 5% বলেছেন 5000 mAh ব্যাটারি। 10% মানুষ বলেছেন সুপার AMOLED ডিসপ্লে।
23% মানুষ বলেছেন ফাস্ট প্রসেসরের কথা। 40% লোক উল্লিখিত এই সব কটা জিনিসই বলেছেন।
Amazon -এর মাইক্রো সাইটের তরফে বলা হয়েছে এই ফোনটি নাকি গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করবে। ফলে আশা করা হচ্ছে উল্লিখিত সমস্ত ফিচার এই ফোনে থাকবে।
Samsung Galaxy M34 5G ফোনটিকে FCC ডেটাবেসে দেখা গিয়েছে। সেখানে ফোনটির মডেল নম্বর ছিল SM-M346B/DS। এই লিস্টিং থেকে জানা গিয়েছে এই ফোনে ডুয়াল সিম সহ WIFI, NFC, ব্লুটুথ, ইত্যাদি থাকবে।
আরও পড়ুন: Oppo Reno 10 5G: ভারতে আসছে Oppo-র নতুন ফোন সিরিজ, কোথা থেকে কেনা যাবে? থাকবে কোন ফিচার?
এছাড়া এখানে 6.6 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে। এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকবে। MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্য চলবে এই ফোন।
ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এখানে। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 5 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকবে। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকতে পারে।