SAMSUNG GALAXY M31 (SM-M315F) গিকবেঞ্চের লিস্টিংয়ে দেখা গেছে

SAMSUNG GALAXY M31 (SM-M315F) গিকবেঞ্চের লিস্টিংয়ে দেখা গেছে
HIGHLIGHTS

SM-M315 মডেল নাম্বারের সঙ্গে ফোনটি দেখা গেছে

গিকবেঞ্চে দেখা গেছে

স্যামসাং এই বছরে ভারতে তাদের Galaxy M30 আর Galaxy M30s ফোন দুটি লঞ্চ করেছে। আর গুজব অনুসারে Galaxy M31 মডেল নাম্বার SM-M315 র সঙ্গে 2020 সালের প্রথমে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি জানুয়ারিতে অনলাইনে দেখা গেছে। আর এই ফোনটি গিকবেঞ্চে দেখা গেছে আর সেখান থেকে এই ফোনের বিষয়ে কিছু কথা জানা গেছে।

Geekbench 5য়ের লিস্টিং অনুসারে SM-M315F Samsung  ফোনে এক্সিয়ন্স 9611 চিপসেট থাকবে আর এই ফোনের চিপসেটের রিফ্রেশ রেট 1.74GHz। আর এই চিপসেটে 6GB র‍্যামের সঙ্গে পেয়ার করা হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 OS য়েআসবে। ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 348আর মাল্টি কোর টেস্টে  1214 স্কোর পেয়েছে।

একটি রিপোর্ট থেকে জানা গেছে যে স্যামসাং ইন্ডিয়া গ্যালাক্সি M31 আর গ্যালাক্সি M11(SM-M115F) স্মার্টফোনে কাজ করছে। আর গ্যালাক্সি M31 ফোনটিতে 64GB বিল্ট ইন স্টোরেকজ থাকবে আর সেখানে M11 য়ে 32GB স্টোরেজ থাকবে। M11 ফোনটি Bureau of Indian Standards (BIS)য়ের সার্টিফিকেশান পেয়েছে। আর Galaxy M30s ফোনে 6000mAh য়ের ব্যাটারি আছে। আশা করা হচ্ছে যে Galaxy M31য়েও এই একই রকমের ব্যাটারি দেওয়া হবে। আর M31 ফোনে ত্রিপেল রেয়ার ক্যামেরা থাকবে যা 48MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে।

M11 ছাড়া স্যামসাং Galaxy A1 (SM-A115F), Galaxy Fold 2 (SM-F700F) আর SM-A465F স্মার্টফোন ভারতে BIS এজেন্সির অ্যাপ্রুভাল পেয়েছে। M21 এক্সিয়ন্স 9609 চিপসেট যুক্ত আর এটি 4GB র‍্যামের সঙ্গে আসবে। ফোনে 24 আর 5 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা থাকবে। Galaxy M41 ফোনের ব্যাকে 64MP র ট্রিপেল ক্যামেরা থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo