SAMSUNG GALAXY M30S য়ের 6,000mAh য়ের ব্যাটারি থাকবে

SAMSUNG GALAXY M30S য়ের 6,000mAh য়ের ব্যাটারি থাকবে
HIGHLIGHTS

স্যামসাং M30S য়ের লিক টিজারে এই ফোনের 6000mAh য়ের ব্যাটারি দেখা গেছে

এই ফোনটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে

স্যামসাং এবার তাদের একের পর এক ফোন লঞ্চ করে চলেছে S নামের সঙ্গে তাদের A সিরিজের ফোন A10s লঞ্চ করার পরে এবার কোম্পানি তাদের M সিরিজের ফোনেরও এই রকম ভাবে লঞ্চ করতে চলেছে। একটি লিক টিজার অনুসারে Galaxy M30S ফোনে একটি বড় 6000mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনের ডিজাইন আর ডিটেলও লিক হয়েছে।

এই ফোনের লিক টিজারের সোর্স থেকে জানা গেছে যে M সিরিজ স্মার্টফোনে 6000mAh য়ের ব্যাটারি থাকবে। শ্যামমোবাইল বলেছে যে স্যামসাং গ্যালাক্সি M30s ফোনে একটি বড় ব্যাটারি থাকবে।

কেস রেন্ডার থেকে জানা গেছে যে এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা ভার্টিকেলি থাকবে। আর এই ফোনের ক্যামেরা ফোনের বাঁ দিকের কর্নারে থাকবে। আর এর সঙ্গে এর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও ব্যাকে থাকবে। আর এই ফোনের পাওয়ার ভলিউম বটন ফোনের ডাম দিকের এডযে থাকবে।

এই স্যামসাং গ্যালাক্সি M30s ফোনে 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকবে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা এক্সিয়ন্স 9610 চিপসেট পাবেন আর এটি 6GB র‍্যামের সঙ্গে আসবে। আর এই ফোনটি হয়ত 4GB/64Gb আর 6GB/128GB অপশানে আসতে পারে।

আর এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে আপনারা ফোনে গ্যালাক্সি M30s ইয়ে ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে 48MP র মেন ক্যামেরা আর 8MP র আল্ট্রা ওয়াইড সেন্সার থাকবে আর সঙ্গে একটি 5MP র ক্যামেরা থাকবে। আর ফোনের ফ্রন্টে একটি 16MP ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।

এই গ্যালাক্সি M30s ফোনটির দাম 15,000টাকা থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। আর এই ফোনটি সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। তবে এই সবই এই ফোনের বিষয়ে বিভিন্ন গুজব আর লিক এই ফোনের বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু জানা জায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo