ভারতে SAMSUNG GALAXY M30S 18 সেপ্টেম্বর লঞ্চ হবে, অ্যামাজনে ফোনটি লিস্ট করা হয়েছে

Updated on 03-Sep-2019
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি M30S 6000mAh য়ের ব্যাটারি আর ট্রিপেল ক্যামেরার সঙ্গে দেখা গেছে

ভারতে এটি 18 সেপ্টেম্বর লঞ্চ হবে

এই ফোনটি 15,000-20,000 টাকার মধ্যে কেনা যাবে

স্যামসাং গ্যালাক্সি M30S ফোনটি ভারতে 18 সেপ্টেম্বর লঞ্চ হবে। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে আজ দেখা গেছে। এই ফোনটি লিস্টিংয়ে এর 6000mAh য়ের ব্যাটারির কথা দেখা গেছে।

এই স্যামসাংগ্যালাক্সি M30s ফোনটি ভারতের প্রথম স্যামসাং ফোন হবে যা 6000mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে। আর এই ফোনে একটি sAMOLED ডিসপ্লের সঙ্গে শক্তিশালি ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটি দীর্ঘসময়ের গেমিং আর মিডিয়া লোড করবে বলে মনে করা হচ্ছে।

এই ফোনটিতে আপনারা একটি বড় ব্যাটারি পাবেন। এর আগের লিক অনুসারে অ্যান্ড্রয়েড লিস্টিং বলেছিল যে এই ফোনের স্পেক্স কেমন হবে। আর এখন আমরা এই ফোনটির জন্য অপেক্ষা করছি।

এই ফোনে একটি বড় ব্যাটারি, ভাল ক্যামেরা থাকবে আসল M30 র থেকে।

আর গুজব অনুসারে এই স্যামসাং ফোনে একটি 6.4 ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকবে আর সঙ্গে ইনফিনিটি U ডিসপ্লে আর FHD+ রেজিলিউশান থাকবে। আর এর সঙ্গে এতে Exynos 9610 চিপসেট থাকতে পারে। ফোনে 4GB/64GB আর 6GB/128GB ভেরিয়েন্ট থাকবে।

আর অ্যামাজনের টিজার অনুসারে এই স্যামসাং গ্যালাক্সি M30s ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা -48MP র ক্যামেরা f/2.0 সেন্সারের স্নবগে একটি 8MP র ক্যামেরা f/2.2 আল্ট্রা ওয়াইড সেন্সার আর একটি 5MP র ক্যামেরা f/2.2 ডেপথ সেন্সারের সঙ্গে থাকবে। আর এই ফোনে এর সঙ্গে একটি 13MP র ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকবে।

এই ফোনটির দাম 15000-20000 টাকার মধ্যে হবে আর এটি 18 সেপ্টেম্বর দুপুর 12টায় লঞ্চ করা হবে।

 

Connect On :