ভারতে 6000mAh য়ের ব্যাটারির সঙ্গে গ্যালাক্সি M30s লঞ্চ হল

ভারতে 6000mAh য়ের ব্যাটারির সঙ্গে গ্যালাক্সি M30s লঞ্চ হল
HIGHLIGHTS

গ্যালাক্সি M10s ফোনটির প্রাথমিক দাম 8,999 টাকা

Galaxy M30s য়ের প্রাথমিক দাম 13,999 টাকা

29 সেপ্টেম্বর থেকে ফোন বিক্রি করা হবে

আজকে ভারতে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন Galaxy M10s আর Galaxy M30s লঞ্চ করেছে। আর এই দুটি স্মার্টফোন যথাক্রমে Galaxy M10 আর Galaxy M3 র জায়গা নেবে। আর গ্যালাক্সি M10 ফোনটির লঞ্চ প্রাইস 8,999 টাকা আর সেখানে Galaxy M30s য়ের দাম 13,999 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy M30s য়ের স্পেসিফিকেশান

গ্যালাক্সি M30s ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনটি অ্যাপেল ব্ল্যাক, সাফায়ার ব্লু আর পার্ল হোয়াইট কালারে কেনা যাবে। আর গ্যালাক্সি M30s ফোনটিতে আপনারা এক্সিয়ন্স 9611 প্রসেসার পাবেন। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনটি 6000mAH য়ের বড় ব্যাটারির সঙ্গে এসেছে। আর এই ফোনটি গেমিং গ্রাহক দের জন্য গেম বুস্ট ফিচার এনে দিয়েছে। আর এই ফোনে AI দেওয়ার জন্য ভাল গেমিং অফার করা হেয়ছে। ফোনের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে M30s ফোনটিতে আপনারা ব্যাক সাইডে ট্রিপেল ক্যামেরা পাবেন আর এতে 48MP র মেন ক্যামেরা আর 5MP র ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফনে আছে একটি 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা।

Samsung Galaxy M20S য়ের স্পেক্স

স্যামসাংয়ের এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির HD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে এক্সিয়ন্স 7884B অক্টা কোর প্রসেসার আর এর সঙ্গে এতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

M10s ফোনে আপনারা 4000mAh ব্যাটারি পাবেন। আর এই ফোনের ব্যাক সাইডের 13+5 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র ক্যামেরা।

Samsung Galaxy M10S, Galaxy M30S য়ের স্পেসিফিকেশান

আপনারা এই Galaxy M10s ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে 8,999 টাকায় এসেছে আর এই ফোনের স্টোন ব্লু আর পিয়নাওপ ব্ল্যাক কালারে পাওয়া যাবে। স্যামসাং Galaxy M30s ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে 13,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ফোনটি 16,999 টাকায় কেনা আজবে। আর এই ফোনের সেল 29 সেপ্টেম্বর অ্যামাজন ডট ইন আর স্যামসাং ইস্টোরে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo