27 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy M30 স্মার্টফোন
স্যামসাং টুইট করে একটি টিজার নিয়ে এসেছে যেখানে Galaxy M30 ডিভাইসের লঞ্চ ডেট জানা গেছে
Samsung India তাদের M সিরিজের তৃতীয় ফবন লঞ্চ করার কথা জানিয়েছে Galaxy M30 নাম্নের এই ফোনটি 27 ফেরবুয়ারি বিকেল 6 টায় লঞ্চ করা হবে। অন্য M সিরিজের ফোনের মতন Galaxy M30 ফোনও অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে। আর এই ফোনটি #M3XPOWERD হ্যাশট্যাগের সঙ্গে টিজ করা হয়েছে আর সেখানে এটি 3X ট্রিপেল রেয়ার ক্যামেরা দিকেই ইশারা করছে। টিজারে দেখা গেছে যে এই ফোনে ইনফিনিটি U ডিপ্লে থাকবে আর সেখানে Samsung Galaxy M10 আর M20 ফোনে ইনফিনিটী V ডিসপ্লে ছিল।
Time to get powered like never before!
Introducing the new Galaxy M30 with 3X power. #IM3XPOWERD
Unveiling on 27th Feb.
Are you ready? pic.twitter.com/Ff2nsgJ8rV— Samsung Mobile India (@SamsungMobileIN) 16 February 2019
টিজার থেকে জানা গেছে এই ডিভাইসে এজ-টু-এজ ডিসপ্লের সঙ্গে 6.38ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 2220x1080p রেজিলিউশানের হবে। আর এই ফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে আর এই ফোনে ভার্টিকাল ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকবে। M30 ফোনটির ব্যাকে 13MP (F1.9) + 5MP (F2.2) + 5MP (F2.2) রেয়ার ক্যামেরা থাকবে আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা থাকবে জার অ্যাপার্চার f/2.0 হবে
Galaxy M30 ফোনে আপনারা হয়ত এক্সিয়ন্স 7940 প্রসেসার থাকবে আর এই ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ আর 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আর এইউ ফোনটি US ফেডারাল কমিউনিকেশান (FCC) ওয়েবসাইটে দেখা গেছিল। Galaxy M30 ফোনটি ভারতে 15,000 টাকায় লঞ্চ করা হতে পারে।
Xiaomi ভারতে 28 তারখি তাদের Redmi Note 7 ফোনটি লঞ্চ করবে আর এই ফোনটি Galaxy M30 র প্রতিযোগী হবে।