Samsung Galaxy M30 ফোনের সঙ্গে Galaxy M20 ফোনের তুলনা

Updated on 28-Feb-2019
HIGHLIGHTS

স্যামসাং ভারতে সবে তাদের M সিরিজের তৃতীয় ফোন লঞ্চ করেছে আর আজকে আমরা এই ফোনের সঙ্গে Samsung galaxy M20 ফোনের তুলনা করে দেখব

স্যামসাং তাদের M30 ফোনটি ভারতে লঞ্চ করেছে আর এই ফোনে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনে একটি ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও আছে। আর এই ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি আছে যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনটির সঙ্গে আমরা স্যামসাং M সিরিজের galaxy M20 ফোনের তুলনা করব। আর এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর আজকে এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে আমরা দেখব।

ডিসপ্লে

Samsung Galaxy M30 ফোনটিতে 6.4 ইঞ্চির FHD+ AMOLED ইনিফনিটী U ডিসপ্লে দেওয়া হয়েছে। আর অন্য দিকে Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল।

প্রসেসার, র‍্যাম আর স্টোরেজ

দুটি স্মার্টফোনে এক্সিয়ন্স 7904 অক্টা কোড় প্রসেসার আর 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এর সঙ্গে এই ফোনের মেমারি 512GB এক্সপেন্ড করা যায়।

ক্যামেরা

Samsun Galaxy M30 ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি আলট্রা ওয়াইড ক্যামের পাবেন। আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে। আর অন্য দিকে Galaxy M20 ফোনটিতে আপনারা ডুয়াল 13MP+5MP ক্যামেরা পাবেন আর এর সঙ্গে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।

দাম

Samsung galaxy M20 ফোনটি 12,990 টাকায় লঞ্চ করা হয়েছে আর এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি M30 ফোনটি আপনারা 7 মার্চ কিনতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :