Samsung Galaxy M30 স্মার্টফোনটি 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে

Samsung Galaxy M30 স্মার্টফোনটি 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

Samsung Galaxy M30 স্মার্টফোনটি Galaxy M সিরিজের তৃতীয় স্মার্টফোন হবে, আর এর বিষয়ে নতুন লিক সামনে এসেছে

Samsung তাদের Galaxy M সিরিজের তিনটি ফোন লঞ্চ করবে বলা হয়েছিল তবে কোম্পানি তাদের দুটি স্মার্টফোন Galaxy M10 আর Galaxy M20 লঞ্চ করেছে। আর এবার Galaxy M30 ফোনটির বিষয়ে লিক আর বিভিন্ন খবর সামনে আসছে আর তা থেকে এই ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশান জানা গেছে। আর এই স্মার্টফোনের বিষয়ে এর আগে অনেক লিক এসেছে আর এবার এই পরবর্তী স্মার্টফোনটি US য়ের সার্টিফিকেশান ওয়েবসাইট FCC তে জানা গেছে।

MySmartPrice য়ের রিপোর্ট অনুসারে FCC ডকুমেন্টে Samsung Galaxy M30 ফোনটির SM-30F মডেল নম্বরের সঙ্গে দেখা গেছে। এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে থাকবে। স্ক্রিনশটে অলওয়েজ অন ডিসপ্লের সেটিংস দেখা গেছে। আর এই ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্ট রিডারের সঙ্গে আসতে পারে।

এর মধ্যে IANS য়ের রিপোর্ট থেকে জানা গছে যে Galaxy M30 ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে আর এই ডিভাইসে 5000mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এই ফোন ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে লঞ্চ করতে পারে। আর মজার বিষয় এই যে নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে Galaxy M30 ফোনের দাম 15,000 টাকার মধ্যে হবে।

লিক অনুসারে Galaxy M30 ফোনে 6.38 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হবে আর এর রেজিলিউশান 2220×1080 পিক্সাল হবে। আর এই নতুন ফোনেও galaxy M20 ফোনের মতন স্যামসাংয়ের অক্টা কোর চিপসেট এক্সিনয়স 7904 থাকতে পারে আর এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসতে পারে। আর সম্ভবত এই স্মার্টফোনটি M20 র মতন 5000mAh য়ের হবে।

আমরা যদি ক্যামেরার কথা বলি তবে M30 ফোনের ব্যাকে ট্রিপেল রেয়ার ক্যামেরার সেটআপ থাকতে পারে আর যা 13MP(f/1.9)+5MP(f/2.2) রেয়ার ক্যামেরা যুক্ত হতে পারে। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে এই ফোনের ফ্রন্টে 16MP র সেন্সার দেওয়া হবে যার অ্যাপার্চার সম্ভবত f/2.0 হবে। আর সুত্রানুসারে এই ডিভাইসে গ্রেডিয়েন্ট ডিজাইন দেওয়া হবভে। আর এই ডিভাইসটি গ্র্যাডিয়েন্ট ব্লু আর ব্ল্যাক অপশানে কেনা যেতে পারে।

এখনও স্যামসাং Galaxy M30 ফোনের বিষয়ে কিছু জায়ানি তবে এও হতে পারে যে কোম্পানি শাওমির Redmi Note 7 ফোন আর রিউমার্ড ডিভাসি Note 7 Proলঞ্চ হওয়ার অপেক্ষায় আছে। তবে M30 ফোনটি ডিসেম্বরে গিকবেঞ্চে দেখা গেছিল। লিস্টিং থেকে জানা গেছে যে এই ফোনে এক্সিনয়স 7885 SoC আর 4GB র‍্যাম থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo