SAMSUNG GALAXY M21 ফোনটি 16 মার্চ লঞ্চ করা হতে পারে

Updated on 09-Mar-2020
HIGHLIGHTS

Samsung Galaxy M21 ফোনটিতে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে

আর এই ফোনে আপনারা একটি 6000mAh য়ের ব্যাটারি পাবেন

আর এই ফোনে Exynos 9611 প্রসেসার থাকতে পারে

দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রেনিক কোম্পানি স্যামসাং তাদের গ্যালাক্সি M সিরিজ স্মার্টফোনে, Samsung Galaxy M21 লঞ্চ হতে চলেছে। আর কোম্পানি 16 মার্চ স্যামসাং গ্যালাক্সি M21 ফোনটি লঞ্চ করবে। আর এর আগের রিপোর্ট অনুসারে স্মার্টফোনে রেয়ার প্যানেলে ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর স্যামসাং জানিয়েছে যে রেয়ার ক্যামেরা সেটআপে 48MP র প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে আপনারা 20 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর ফোনটি স্যামসাংয়ের M20 সিরিজের অন হিসাবে আসবে।

Samsung Galaxy M21 6000mAh য়ের ব্যাটারির সঙ্গে 48 মেগাপিক্সালের ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ লঞ্চ করবে। আর এই ফোনে আপনারা স্যামসাং Exynos 9611 SoC পাবেন। আর এ ফোনে এর আগের লিক অনুসারে M21 Exynos 9611 চিপসেটের সঙ্গে আসবে। আর এই ফোনটি One UI 2.0 র সঙ্গে অ্যান্ড্রয়েড 10 য়ে কাজ করবে।

91 মোবাইলের একটি রিপোর্ট আর টিপস্টার ইশান আগ্রওয়ালের তরফে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি M21 ফোনটির লঞ্চ ডেট সামনে এসেছে। আর গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে যে কোম্পানি সিঙ্গেল কোর আর মাল্টি কোর বেঞ্চ মার্ক স্কোর জানা গেছে। এই ফোনটি সিঙ্গেল কোরে 348 আর মাল্টি কোরে 1,265 স্কোর পেয়েছে। আর অক্টা কোর SoC যুক্ত স্মার্টফোন এটি।

তবে 1.74GHz বেস কল্ক স্পিডের এই ফোনটিতে আপনারা পাবেন 64GB আর128Gb র স্টোরেজ। আর এর সঙ্গে এও মনে করা হচ্ছে যে এই ফোনটি SM-M21F য়ের সঙ্গে আসবে।

নতুন ডিভাইসে আপনারা নতুন ডিভাইসটি এর আগের ডিভাইস লঞ্চের এক বছর পরে লঞ্চ করা হবে।

Connect On :