GALAXY M20S ফোনে 5830mAh য়ের ব্যাটারি থাকতে পারে

GALAXY M20S ফোনে 5830mAh য়ের ব্যাটারি থাকতে পারে
HIGHLIGHTS

গ্যালাক্সি M20 s য়ের ওপরে কাজ চলছে

6000mAh য়ের কাছাকাছি ব্যাটারি থাকবে

স্যামসাং তাদের গ্যালাক্সি M আর A সিরিজের ওপরে কাজ করছে। গ্যালাক্সি M সিরিজ ভারতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আর এই লাইন আপের বেশ কিছু ফোন আছে। এই সিরিজের চারটি ফোন ভারতে পাওয়া যায় M10, M20, M30 আর M40। আর একটি নতুন রিপোর্ট অনুসারে কোম্পানি এবার স্যামসাং গ্যালাক্সি M20s স্মার্টফোনের ওপরে কাজ করছে।

Dutch ওয়েবসাইট গ্যালাক্সি ক্লাবের নতুন রিপোর্ট থেকে জানা গেছে জে গ্যালাক্সি M20s ফোনের ওপরে কাজ চলছে। Galaxy M20s ফোনটিতে গ্যালাক্সি M20 র মতন হবে। আর রিপোর্ট অনুসারে এই ডিভাইসে 5,830mAh য়ের ব্যাটারি থাকবে যা স্মার্টফোন কে স্পেশাল বানাবে। আর এর আগের Galaxy M20  ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি ছিল। আর এছাড়া রিপোর্ট থেকে জানা গেছে যে 5,830mAh য়ের স্ট্যান্ডার্ড ক্যাপাসেটি মানে ব্যাটারি ক্যাপাসেটি 6,000mAhয়ের। আর এই ডিভাইসটি লঞ্চ হলেই এই বিষয়ে ডিটেলসে জানা যাবে।

গ্যালাক্সি M20s ফোনে আপনারা এমন একটি ফোন মাবেন যা S নামের হবে আর এর সঙ্গে কোম্পানি এই ধরনের A20s, A30sআর A70s ফোনের ওপরেও কাজ করছে। আর এবার এই ডিভাইস লঞ্চ না হলে এর দামের বিষয়ে এখনও কিছু জানা জায়নি।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo