2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি করে স্মার্টফোনের বাজারে অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে বা হয়ে চলেছে। আর স্যামসাং তাদের Galaxy M20 ফোনটি লঞ্চ আগেই করেছে আর আজকে এই ফোনের সঙ্গে আমরা আজকে ভারতে লঞ্চ হতে চলা Redmi Note 7 ফোনের তুলনা করে দেখব
Samsung Galaxy M20 ফোনে 6.3 ইঞ্চির FHD+LCD ইনফিনিটী Vডিসপ্লে আছে আর এর অ্যাসেপক্ট রেশিও 19:9:5 । আর আমরা যদি Xiaomi Redmi Note 7 ফোনের বিষয়ে বলি তবে এই ফোনে 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের।
Samsung Galaxy M20 ফোনটি সম্প্রতি এসেছে আর এটি Exynos 7904 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি 3GB আর 4GB র্যাম পাওয়া যায় যা যথাক্রমে 32GB আর 64Gb স্টোরেজ ভেরিয়েন্টয় যুক্ত। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডে মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। প্রসেসারের বিষয়ে যদি বলা হয় তবে বলতে হবে যে Xiaomi Redmi Note 7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন আর এই ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাওয়া যাবে আর এই ফোনের স্টোরেজ যে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
আমরা যদি ক্যামেরার বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এই galaxy M20 ফোনে আপনারা 13MP+5MP ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে আর সেখানে Redmi Note 7 ফোনে আপনারা ব্যাক সাইডে একটি 48MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এইফ ফোনে একটি 5MP র ক্যামেরাপ আছে আর এই ফোনের ফ্রন্টে 13MP ক্যামেরা পাবেন।
Galaxy M20 ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন আর এর সঙ্গে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। Redmi Note 7 ফোনে আপনারা একটি 4000mAH য়ের ব্যাটারি পাবেবন আর এই ফোনটি ফাস্ট চার্জিং 4 য়ের সাপোর্ট পাবেন।
Samsung Galaxy M20 ফোনটি ভারত্রে লঞ্চ হয়েছে আর এটি অনলাইনে পাওয়া যায় আর এই Xiaomi Redmi Note 7 ফোনটি আজকে ভারতে লঞ্চ হবে আর ফোনটি ভারতে লঞ্চ হলে এর দাম আর এটি কবে কোথায় পাওয়া যাবে তা জানা যাবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।