Samsung Galaxy M10 আর Galaxy M20 র দ্বিতীয় সেল দুপুর 12টায় শুরু হবে

Samsung Galaxy M10 আর Galaxy M20 র দ্বিতীয় সেল দুপুর 12টায় শুরু হবে
HIGHLIGHTS

Samsung Galaxy M10 আর Galaxy M20 ফোন দুটির প্রথম ফ্ল্যাশ সেল 5 ফেব্রুয়ারি হয়েছিল আর এবার দুদিন পরে আজকে এই স্মার্টফোন দুটির ফ্ল্যাশসেল আরও একবার হবে আর এই সেল আজকে দুপুর 12টায় অ্যামাজনে হবে

আজকে Samsung য়ের M সিরিজের দুটি ফোনে Galaxy M10 আর Galaxy M20 স্মার্টফোনের দ্বিতীয় সেল হচ্ছে। এই সেল অ্যামাজনে দুপুর 12টায় শুরু হবে। আর এই দুটি ফোনে গত সেলে অল্প কিছুক্ষনের মধ্যে শেষ হয়ে গেছিল। Galaxy M10 আর Galaxy M20 ফোন দুটির প্রথম সেক 5 ফেব্রুয়ারি হয়েছিল আর আজকে এই ফোন দুটির দ্বিতীয় সেল শুরু হবে।

Samsung galaxy M10 আর M20 র দাম আর অফার্স

Samsung Galaxy M10 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টটি 7,990 টাকায় কেনা যাবে। আর এই ডিভাইসের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,990 টাকা। galaxy M20 ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম 10,990 টাকা আর এই স্মার্টফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 12,990 টাকা। আর এই সেল অ্যামাজনে দুপুর 12টার সময়ে হবে আর স্যামসাং য়ের অনলাইন স্টোরে এটি কেনা যাবে।

স্যামসাং কিছু লঞ্চ অফার্স দিয়েছে যাতে এই ফোনের জন্য 699 টাকার টোটাল ড্যামেজ রিপেয়ার আছে। আর এছাড়া কোম্পানি 6 মাসের একটি নো কস্ট EMI অফার করেছে। স্যামসাং রিলায়েন্স জিওর সঙ্গে চুক্তি করেছে যাতে ইউজার্সরা 198 টাকা আর 299 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে 3,110 টাকা সেভ করতে পারবেন আর এই অফার 10 টি রিচার্জে পাওয়া যাবে।

Samsung Galaxy M20 য়ের ফিচার্স

Samsung Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ LCD ইনফিনিটি V ডিসপ্লে পাবেন যার অ্যাস্পেক্ট রেশিও 19:9:5। আর এই ফোনে Exynos 7904 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3GB আর 4GB র‍্যামের সঙ্গে 32GB আর 64GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে। এই ফোনে নতুন এক্সিয়ন্স UI 9.5 আছে। আর যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর আর এই স্মার্টফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং বলেছে যে এই ফোনে একটি চার্জে দুদিনের ব্যাটারি লাইফ দেয়।

অপ্টিক্সের ক্ষেত্রে এই ফোনে 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে যার প্রাইমারি সেন্সার f/1.9 আর সেখানে এর দ্বিতীয় লেন্সের আলট্রা ওয়াইড লেন্স যার অ্যাপার্চার f/2.2 । এই ডিভাইসের ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে এর অ্যাপার্চার f/2.0।

Samsung Galaxy M10 য়ের ফিচার্স

Samsung Galaxy M10 ফোনে 6.22 ইঞ্চির ইনফিনিটি V TFT HD+ স্ক্রিন দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোম্পানির Exynos 7870 SoC আছে আর এটি 2GB আর 3GB র‍্যামের সঙ্গে 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দুটী 13MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে f/1.9 অ্যাপার্চার যুক্ত আর এই ফোনের দ্বিতীয় 5MP র সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সার যুক্ত যার অ্যাপার্চার f/2.2। আর এই স্মার্টফোনের ফ্রন্টে 5MP র সেন্সার দেওয়া হয়েছে আর এটি ফেস আনলক সাপোর্ট যুক্ত। আর এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি। আর এই ডিভাইসে নতুন এক্সিয়ন্স 9.5UI আছে যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর আর এই ফোনে 3400mAh য়ের ব্যাটারি আছে আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করেনা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo