Samsung Galaxy M20 আর RealMe C1(2019)ফনের স্পেক্সের তুলনা
আজকে আমরা Relame C1 ফোনের সঙ্গে Samsung য়ের লেটেস্ট বাজেট ডিভাইস Galaxy M20 র স্পেসিফিকেশান, ফিচার আর দামের আলোচনা করব
সম্প্রতি স্যামসাং তাদের দুটি নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে, এগুলি হল Galaxy M20 আর Galaxy M10। দুটি ফোনই 15,000 টাকার মধ্যে কেনা যাবে। আর এই দুটি ফোন ভারতে 10,990 টাকায় এসেছে। আর এই ফোন দুটি 3GB/32GB আর 4GB/64GB ভেরিয়েন্টে লঞ্চ যবে। আর অন্য দিকে RealMeC1 2019 মডলেটি বাজেট সেগমেন্টে একটু নতুন ডেভলাপমেন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্স, ফিচার আর দামের মধ্যে তুলনা করে দেখব।
Samsung Galaxy M20 ফোনটি FHD+6.3 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এসেছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর Realme C1 ফোনটি সেখানে একটু বড় 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে আর এর রেজিলিউশান 720×1520 পিক্সাল।
আর আমরা যদি এই দুই ফোনের প্রসেসারের দিকটি দেখি তবে Samsung Galaxy M20 ফোনে আপনারা এক্সিয়ন্স 7885 অক্টা কোর প্রসেসার আছে যা 3GB র্যাম আর 32GB ইন্টারনাল মেমারির। আর অন্য দিকে RealMe C1 ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোর প্রসেসারের, আর এই ফোনে 3GB র্যাম আর 32GB স্টোরেজে যুক্ত। আর এই ফোনের মেমারি আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর গ্যালাক্সি M20 ফোনটি 4GB/64GB ভেরিয়েন্টেও পাওয়া যায় আর এই ফোনের দাম 12,990 টাকা।
আর ক্যামেরার ক্ষেত্রে Samsung Galaxy M20 ফোনে আপনারা 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এর 5MP র সেন্সার ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য দেওয়া হয়েছে। আর Relme C1 ফোনে আপনারা 13MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা পাওয়া যাবে।
Samsung Galaxy M20 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় 3GB/32GB আর 4GB/64GB মডেলে আর এদের দাম যথাক্রমে 10,990 টাকা আর 12,990 টাকা। আর সেখানে Relame C1 ফোনটি ভারতে 8,499 টাকায় পাওয়া যায়।