Samsung Galaxy M20 র সঙ্গে RealMe U1 ফোনের স্পেক্সের তুলনা

Samsung Galaxy M20 র সঙ্গে RealMe U1 ফোনের স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

Samsung Galaxy M20 ফোনটি স্যামসাংয়ের লেটেস্ট বাজেট ফোন আর এই ফোনটি ভারতে সম্প্রতি 10,990 টাকা প্রাথমিক দামে লঞ্চ হয়েছে আর এর সঙ্গে আজকে আমরা RealMe U1 ফোনের তুলনা করে দেখব

ভারতে সম্প্রতি স্যামসাং তাদের দুটি নতুন বাজেট ফোন লঞ্চ করেছে, Galaxy M10 আর M20 ফোন দুটি ভারতে লঞ্চ হয়েছে। আর এই দুটি ফোনের মধ্যে Galaxy M20 ফোনটি প্রিমিয়াম ফোন যা 3GB/32GB আর 4GB/64GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর সেখান আজকে আমরা অন্য যে ফোনটির বিষয়ে বলছি সেই Relame U1 ফোনটি একটি সেলফি সেন্ট্রিক ডিভাইস আর এটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক হেলিও P70 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Samsung galaxy M20 ফোনে 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে আর তার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর সেখানে RelameU1 ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের।

আমরা যদি প্রসেসারের বিষয়ে বলি তবে Samsung Galaxy M20 ফোনে আপনারা এক্সিয়ন্স 7904 অক্টা কোর প্রসেসার পাবেন আর এর সঙ্গে এই ফোনে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজও পাবেন। আর এই স্টোরেজকে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর Relme U1 ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।

আর এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলি তবে গ্যালাক্সি M20 ফোনে আপনারা ডুয়াল 13MP+5MP র ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে। আর সেখানে RealMe U1 ফোনে আপনারা 13MP+2MP র ক্যামেরা পাবেন আর এর ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা পাবেন।

ভারতে Samsung Galaxy M20 ফোনটি 10,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর সেখানে RelameU1 ফোনটি আপনারা 10,990 টাকায় কিনতে পারবনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo