Samsung Galaxy M20 আর Oppo K1 ফোনের স্পেসিফিকেশানের তুলনা

Samsung Galaxy M20 আর Oppo K1 ফোনের স্পেসিফিকেশানের তুলনা
HIGHLIGHTS

সম্প্রতি ভারতে Oppo আর Samsung তাদের দুটি নতুন ফোন লঞ্চ করেছে, এই দুটি ফোন হল Oppo k1 আর Galaxy M20 আর আজকে আমরা এই দুটি ফোনের তুলনামূলক আলোচনা করে দেখব

স্যামসাং তাদের দুটি ডিভাইস M সিরিজে ভারতে লঞ্চ করেছে আর এই দুটি ফোন হল Galaxy M10 আর M20  আর M20 ফোনটি একটি প্রিমিয়াম ফোন। আর এই ডিভাইসের দাম ভারতে 10,990 টাকা থেকে শুরু হচ্ছে আর এই ফোনের 4GB/64GB ভেরিয়েন্টের দাম ভারতে 12,990 টাকা। আর সেখানে Oppo K1 ফোনটি ভারতে একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর আসুন আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখি।

Samsung Galaxy M20 ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের টপে নচ আছে। আর সেখানে Oppo K1 6.4 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এই ফোনের ডিসপ্লের রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ডিসপ্লের টপেও একটি ছোট ওয়াটার ড্রপ নচ আছে।

আমরা যদি প্রসেসারের বিষয়ে বলি তবে Samsung Galaxy M20 ফোনে এক্সিয়ন্স 9704 অক্টা কোড় প্রসেসার আছে আর এর র‍্যাম 4Gb আর স্টোরেজ 64GB। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর সেখানে Oppo K1 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ডিভাইসে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরার ক্ষেত্রে Galaxy M20 ফোনে ডুয়াল 13MP+5MP ক্যামেরা পাবেন আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর সেখানে Oppo K1 ফোনে আপনারা 16MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP ইউনিটের ক্যামেরা আছে।

আর Samsung Galaxy M20 4GB ভেরিয়েন্টটি ভারতে 12,990 টাকায় কেনা যাবে আর সেখানে Oppo K1 ফোনটি আপনারা ভারতে 16,990 টাকায় কিনতে পারবেন।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo