Samsung Galaxy M20 র সঙ্গে Asus Zenfone Max Po M2 ফোনের তুলনা মূলক আলোচনা

Updated on 06-Feb-2019
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি M20 ভারতে এসে গেছে আর এটি অ্যামাজনে আবার 7 ফেব্রুয়ারি কেনা যাবে আর এর সঙ্গে আজকে আমরা Asus Zenfone Max Pro M2 ফোনটির তুলনা মূলক আলোচনা করে দেখব

ভারতে স্যামসাং তাদের দুটি ফোন লঞ্চ করেছে আর এই দুটি ফোন M সিরিজের। আর আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে Samsung Galaxy M20 ফোনটির যা ভারতে 12,990 টাকায় কেনা যায় তার সঙ্গে আসুসের একটি ফোনের তুলনা করে দেখব। Asus Zenfone Max Pro M2 ফোনটি 2018 সালের একটি ভ্যালুয়েবেল ডিভাইস। আর এই দুটি ফোনই ভারতে একই দামে পাওয়া যাচ্ছে। আর আজকে তাই আমরা এই দুটি ফোনের দাম, স্পেক্স আর ফিচার্সের তুলনা মূলক আলোচনা করে দেখব।

Samsung Galaxy M20 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত আর এই ফোনের রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এর সঙ্গে Asus Zenfone Max Pro M2 ফোনটি একটি ছোট 6.26 ইঞ্চির স্ক্রিন যুক্ত যার রেজিলিউশান 1080×12280 পিক্সাল।

আর এবার যদি আমরা প্রসেসারের দিকটি দেখি তবে Samsung Galaxy M20 ফোনটি Exynos 7885 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর অন্য দিকে Asus Zenfone Max Pro M2 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন আর এর র‍্যাম 3GB আর স্টোরেজ 32GB। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনটি এর সঙ্গে 4GB/64Gb আর 6GB/128GB ভেরিয়েন্টেও পাওয়া যায়।

ক্যামেরা ক্ষেত্রে Samsung Galaxy M20 ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ফ্রন্টে একটি 8Mp র ক্যামেরা পাবেন। আর অন্য দিকে Asus Zenfone Max Pro M2 ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপে 12MP+5MP র ক্যামেরা আর ফ্রন্টে 13MP র সেন্সার পাবেন।

স্যামসাং galaxy M20 4GB/64GB ভেরিয়েন্টের দাম 12,990 টাকা আর সেখানে Asus Zenfone Max Pro M2 ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।

Connect On :