Samsung Galaxy M15 5G launch date and top 5 features confirmed
Samsung Galaxy M15 5G ভারতে 8 এপ্রিল লঞ্চ হতে চলেছে। নতুন গ্যালাক্সি M15 5G ফোনটি Galaxy M55 5G এর পাশাপাশি ঘোষণা করা হবে। আপনি যদি এই নতুন স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে লঞ্চ ইভেন্টের আগে, কোম্পানি আপকামিং মনস্টর স্মার্টফোন Galaxy M15 5G এর প্রি-বুকিং শুরু করছে। প্রিবুকিংয়ের করলে গ্রাহকদের জন্য স্যামসাং এর কিছু সুবিধাও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনের প্রি-বুকিং সম্পর্কে সমস্ত তথ্য।
গ্যালাক্সি M15 5G স্মার্টফোনের প্রি-বুকিং অনলাইন শপিং সাইট Amazon থেকে করা হবে। এখান থেকে করুন বুকিং
আপনি ফোনের দুটি ভ্যারিয়্যান্ট এবং কালার অপশনের মধ্যে বেছে নিতে পারেন: 4GB+128GB এবং 6GB+128GB।
কনফিগারেশন এবং কালার অপশন বেছে নেওয়ার পর, 999 টাকার পেমেন্টে করতে হবে। এবার 8 এপ্রিল দুপুর 12টা থেকে 11:59 PM-এর মধ্যে আপনার কেনাকাটা পুরো করতে পারেন।
প্রিবুকিং করা গ্রাহকদের কোম্পানি মাত্র 299 টাকায় স্যামসাং 25W এর চার্জার দেবে। এর আসল দাম 1,699 টাকা।
এছাড়া থাকবে HDFC ক্রেডিট কার্ডে তিন মাসের নো-কস্ট EMI অপশন।
ভারতে গ্যালাক্সি M15 5G স্মার্টফোনের দাম 8 এপ্রিল অফিসিয়াল ঘোষনা করা হবে। তবে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 13,499 টাকা হবে বলে জানানো হয়েছে। এছাড়া 6GB+128GB মডেলের দাম 14,999 টাকা।
আগেই জানিয়েদি যে গ্লোবাল মার্কেটে গ্যালাক্সি M15 5G ফোন ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে। এছাড়া Amazon লিস্টিং থেকেও ফোনের ফিচার ফাঁস হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন
ডিসপ্লে: নতুন স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে।
প্রসেসর: স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ SoC দেওয়া। এটি গ্রাফিক্সের জন্য Mali-G57 MC2 এর সাথে পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, এতে 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 5MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে৷ সেলফি তোলার জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে আপকামিং ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া।