Galaxy M14 ভারতে লঞ্চ হতে পারে শীঘ্রই, ইঙ্গিত মিলল দেশের Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে

Galaxy M14 ভারতে লঞ্চ হতে পারে শীঘ্রই, ইঙ্গিত মিলল দেশের Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে
HIGHLIGHTS

Samsung Galaxy M14 ভারতে শীঘ্রই লঞ্চ করতে পারে

এই ডিভাইসটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে

ইতিমধ্যেই এটি ইউরোপে কিনতে পাওয়া যাচ্ছে

ভারতে হয়তো শীঘ্রই Samsung -এর তরফে একটি নতুন ফোন লঞ্চ করতে চলা হচ্ছে। ইতিমধ্যেই এই ফোনটিকে ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে Samsung -এর সেখানে দেখা গিয়েছে। এই ফোনটির নাম Samsung Galaxy M14। এটি একটি 5G ফোন। এটি ইতিমধ্যেই ইউরোপে উপলব্ধ হয়ে গি়েছিলাম চর। যদিও এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ নিয়ে কোনও নির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে যেহেতু ওয়েবসাইটে দেখা গিয়েছে সেহেতু মনে করা হচ্ছে জলদি এটি লঞ্চ হবে দেশে। 

তবে লঞ্চ হলেও এই ফোনে কী ইউরোপের ভ্যারিয়েন্টটির মতো এক ফিচার থাকবে নাকি না, না অন্য ফিচার কিছু দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। দেখে নিন এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কী কী জানা গিয়েছে। 

এই ফোনে কী কী ফিচার আছে? 

1. ইউরোপের Samsung Galaxy M14 ফোনটিতে আছে 6.6 ইঞ্চির একটি PLD LCD Full HD+ ডিসপ্লে সহ 90 Hz রিফ্রেশ রেট।

2. এখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। তবে এটিকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যেতে পারে।  অ্যান্ড্রয়েড 13 রয়েছে এখানে।

3. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে প্রাইমারি ক্যামেরায়। সঙ্গে আছে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এটার সাহায্যে ছবি তোলা যাবে। 1080P রেজোলিউশনের ভিডিয়ো রেকর্ড করা যাবে এখানে। 

4. এছাড়া এই ফোনে আছে 25W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি। তবে এই ফোনের সঙ্গে চার্জার মিলবে না। 

5. এটি সিলভার, নীল, ডার্ক ব্লু রঙে কেনা যাবে।

তবে ভারতীয় মডেলে এই একই ফিচার মিলবে কিনা সেটা জানা যায়নি। উল্লিখিত ফিচারগুলো সবই ইউরোপীয় মার্কেটে উপলব্ধ মডেলের জন্য। মনে করে হচ্ছে এই ফোনের দাম 20,000 টাকার মধ্যেই রাখা হবে। বর্তমানে Samsung Galaxy M13 ফোনটি দেশে মাত্র 11,130 টাকায় কেনা হচ্ছে Flipkart দিয়ে। 

Samsung Galaxy M14

Samsung Galaxy M13 তে কী কী আছে? 

এই ফোনে আছে 6000mAh ব্যাটারি। এখানে আছে একটি 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে। এটির উত্তরসূরি হবে Samsung Galaxy M14।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo