Price Drop: 4000 টাকা সস্তা হল 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, 10 হাজার টাকার কমে কেনার সুযোগ

Updated on 27-Jun-2024
HIGHLIGHTS

Samsung Galaxy M14 5G স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে কোম্পানি

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 6GB RAM মতো ফিচার সহ আসে

দাম কম হওয়ার পর গ্যালাক্সি এম১৪ ৫জি মডেলটি 9,490 টাকায় কেনা যেতে পারে

স্যামসাং কোম্পানি 2023 সালে তার সস্তা 5G ফোন Samsung Galaxy M14 5G লঞ্চ করেছিল। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 6GB RAM মতো ফিচার সহ আসে। এখন এই শক্তিশালী স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে কোম্পানি। দাম কম হওয়ার পর ফোনটি এখন 10 হাজার টাকার কম দামে কেনা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের নতুন দাম কত।

Samsung Galaxy M14 5G ফোনের ভারতে নতুন দাম কত

গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের 4 জিবি RAM এবং 6 জিবি RAM বাজারে লঞ্চ করা হয়েছিল। এই দুটি ভ্যারিয়্যান্ট 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে। ফোনের 4 জিবি RAM এর দাম 13,490 টাকা ছিল তবে এখন এই মডেলটি 4000 টাকা সস্তা হয়েছে। দাম কম হওয়ার পর এই মডেলটি 9,490 টাকায় কেনা যেতে পারে।

আরও পড়ুন: Nokia 220 4G এবং Nokia 235 4G লঞ্চ, 3000 টাকার বাজেট ফোনে মিলবে UPI সহ স্মার্টফোনের সুবিধা

দাম কম হওয়ার পর গ্যালাক্সি এম১৪ ৫জি মডেলটি 9,490 টাকায় কেনা যেতে পারে

পাশাপাশি, 6 জিবি RAM মডেলের দাম 14,490 টাকা ছিল যা এখন 11,599 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই মডেলে 2891 টাকা কমানো হয়েছে। ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম14 5G ফোনে 6.6-ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট করে। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: স্যামসাং ৫জি ফোনে প্রসেসিংয়ের জন্য Exynos 1330 অক্টাকোর প্রসেসর পাওয়া যাবে।

৫জি ফোনে প্রসেসিংয়ের জন্য Exynos 1330 অক্টাকোর প্রসেসর পাওয়া যাবে

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 50MP মেইন সেন্সর দেওয়া যা 2MP থেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তোলার জন্য ফ্রন্টে 13MP সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে গ্যালাক্সি এম14 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এতে ফাস্ট চার্জিংয়ের জন্য 25W চার্জিং পাওয়া যাবে।

আরও পড়ুন: Motorola Razr 50 Ultra Launch Date: ৪ জুলাই ভারতে আসছে ফ্লিপ ফোন মোটো রেজর ৫০ আল্ট্রা, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :