আর কদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের M13 এবং M13 5G ফোন দুটি
আশা করা হচ্ছে ফোন দুটির দাম 15000 নিচেই রাখা হবে
Redmi Note 11, Realme 9i, Poco M4 সহ একাধিক ফোনের দারুন কম্পিটিটর হবে এই ফোন
ভারতে কবে স্যামসাং M 13 সিরিজের দুটো ফোন লঞ্চ হবে তার দিন ঘোষণা হয়ে গেল। এই কোম্পানি জুলাইয়ের 14 তারিখ M13 4G এবং M13 5G ভারতে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই বেশ কিছু স্পেসিফিকেশন জানা গিয়েছে এই ফোনের।
শোনা যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে এই ফোনে। যদিও এখনও কোম্পানির তরফে কিছুই জানানো হয়নি যে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে Samsung Galaxy M13 এবং M13 5G তে। তবে লিক হওয়া তথ্য অনুযায়ী M13 4Gতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে।
স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে Samsung Galaxy M13 4G তে থাকবে 6000mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে 15W ফাস্ট চার্জিং এর সুবিধা। এছাড়াও Amazon মাইক্রোসাইটের তরফে জানানো হয়েছে ফোনটি আপাতত দুটি রঙে মুক্তি পেতে চলেছে। সবুজ এবং ডার্ক ব্লু।
অন্যদিকে Samsung Galaxy M13 5G তে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এতে থাকবে 5000mAh এর ব্যাটারি। তবে এই ফোনেও M13 4G এর মতোই থাকবে 15W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনটি 11 5G ব্যান্ড সাপোর্ট করবে।
দুটো ফোনেই থাকবে 12 GB RAM যার মধ্যে ফিজিক্যাল RAM এবং RAM plus থাকবে, যা ভার্চুয়াল RAM নামেও পরিচিত। আমাজন Microsite এর তরফে কনফার্ম করা হয়েছে যে এই ফোন দুটোতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। MySmartPrice এর রিপোর্ট অনুযায়ী Galaxy M13 5G তে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে। অন্যদিকে 4G তে থাকবে 6.6 ইঞ্চির IPS LCD full HD+ রেজোলিউশন।
এর পাশাপাশি Galaxy M13 5G তে থাকবে Mediatek Dimensity 700SoC অন্যদিকে m13 4G তে থাকবে স্যামসাংয়ের নিজেস্ব Exynos 850 chipset। ফোনগুলোতে খুব সম্ভবত 4GB/6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। আশা করা হচ্ছে দুটো ফোনের দামই 15000 মধ্যেই হবে। আর এই ফোন দুটি Realme 9i, Redmi Note 11, Moto G52, Poco M4 এর দারুন কম্পিটিটর হবে।