Samsung Galaxy M10 আর Samsung Galaxy M20 ফোন দুটির স্পেক্সের তুলনা

Updated on 30-Jan-2019
HIGHLIGHTS

Samsung তাদের Galaxy M10 আর M20 ফোন দুটি ভারতে লঞ্চ করেছে আর এই দুটি ফোন 5 ফেব্রুয়ারি অ্যামাজন ইন্ডিয়াতে সেল হবে আর এই দুটি ফোনের মধ্যে স্পেক্স কম্পেরিজান করা হচ্ছে

Samsung Galaxy M10 আর M20 ফোন দুটি লঞ্চ করা হয়েছে আর এই দুটি কোম্পানির লেটেস্ট বাজেট স্মার্টফোন। Galaxy M10 ফোনটি ভারতে 7,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর সেখানে galaxy M20 ফোনটির প্রাথমিক দাম 10,990 টাকা করা হয়েছে। আর এই দুটি ফোন ইনফিনিটি V ডিসপ্লের সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি ছোট আসুন এদের স্পেক্সের তুলনা করে দেখা যাক।

দুটি স্মার্টফোনের ডিসপ্লে দিয়ে শুরু করা যাক galaxy M10 ফোনটিতে 6.2ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 720×1520 পিক্সাল আর সেখানে Samsung Galaxy M20 ফোনটিতে 6.3 ইঞ্চির FHD+ ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। Galaxy M20 ফোনের সঙ্গে Galaxy M10 বেশি ভাল মনে হচ্ছে।

আমরা যদি প্রসেসারের দিকটি দেখি তবে Galaxy M10 ফোনে এক্সিয়ন্স 7870 অক্টা কোড় প্রসেসার আর এই ডিভাইসে 2GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর galaxy M10 ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের দাম 10,990 টাকা রাখা হয়েছে। আর Samsung galaxy M20 ফোনে আপনারা এক্সিয়ন্স 7885 অক্টা কোর প্রসেসার আর ফোনে 3GB/32GB আর 4GB/64GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

স্যামসাংয়ের দুটি ফোনে ব্যাকে 13MP+5MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ডিভাইসের ফ্রন্টে 13MP র আছে। আর এই ফোনের ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে।

স্যামসাংয়ের ফোন গুলির ব্যাটারির বিষয়ে যদি কথা বলি তবে galaxy M10 ফোনে আপনারা 3,400mAh য়ের ব্যাটারি পাবেন আর যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। আর সেখানে galaxy M20 ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনের ফাস্ট চার্জ সাপোর্টের সঙ্গে USB টাইপ C পোর্ট পাবেন। আর এই ফোনে আপনারা কোম্পানি অনুসারে 10 মিনিট ফোন চার্জ করলে 3 ঘন্টার ভিডিও প্লেব্যাক আর 11 ঘন্টার মিউজিক স্ট্রিমিং অফার পাবেন।

Galaxy M10 আর M20 স্মার্টফোন দুটি 5 ফেব্রুয়ারি ভারতে অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। M10 ফোনটি 2GB/16GB ভেরিয়েন্টে 7,.999 টাকায় কিনতে পারবেন। আর সেখানে এই ফোনের 3GB/32GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। আর অন্য দিকে M20 ফোনটি 3GB/32Gb মডেলে 10,990 টাকা দামে রাখা হয়েছে আর সেখানে এর 4GB/64GB ভেরিয়েন্টটি 12,990 টাকা দামে কেনা যাবে।

Connect On :