Samsung Galaxy M10 য়ের সঙ্গে RealMe C1(2019) য়ের তুলনা

Samsung Galaxy M10 য়ের সঙ্গে RealMe C1(2019) য়ের তুলনা
HIGHLIGHTS

স্যামসাং তাদের নতুন বাজেট ফোন ভারতে লঞ্চ করেছে আর এই গ্যালাক্সি M10 ফোনের সঙ্গে আজকে আমরা রিয়েলমির অ্যাফোর্ডেবেল ফোন Realme C1(2019) য়ের বিষয়ে তুলনা করে দেখব

অনেক দিন পরে স্যামসাং ভারতে তাদের Galaxy MN10 আর M20 ফোন দুটি লঞ্চ করেছে। আর এই দুটি ডিভাইসই 15,000 টাকার মধ্যের রেঞ্জে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে ডুয়াল রেয়ায়র ক্যামেরা দেওয়া হয়েছে। আর আজকে আমরা Samsung Galaxy M10 য়ের সঙ্গে Realme C1 ডিভাইসের তুলনা করে দেখব। আসুন তবে আর দেরি না করে এদের স্পেক্স ফিচার আর দামের একটি তুলনামূলক আলোচনা শুরু করা যাক।

Samsung Galaxy M10 ফোনটি HD+ 6.22 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 720×1520 পিক্সাল। আর সেখানে Relame C1 ফোনে আপনারা 6.2 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 720×1520 পিক্সাল।

আর এর সঙ্গে আমরা যদি প্রসেসারের দিকটি দেখি তবে স্যামসাংয়ের ফোনে আপনারা Exynos 7870 অক্টা কোর প্রসেসার পাবেন আর সেখানে এই ফোনে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর সেখানে Realme C1 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে আর এই ফোনে 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ আছে।

আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে Samsung galaxy M10 ফোনে আপনারা ডুয়াল রেয়ায়র ক্যামেরাতে 13MP আর 5MP র ক্যামেরা পাবেন। আর সেখানে Relame C1 ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP ক্যামেরা পাবেন। আর দুটি ফোনের ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy M10 ফোনটি ভারতে 7,990 টাকায় এসেছে আর সেখানে Realme C1 ফোনটি ফ্লিপকার্টে 8,999 টাকায় কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo