10,000-এর কমে Samsung Galaxy M04 দিচ্ছে 8 GB RAM! কত দাম নতুন ফোনের? মিলবে কোন ফিচার?

Updated on 16-Dec-2022
HIGHLIGHTS

Samsung Galaxy M04 লঞ্চ করে গেল দেশে

এই ফোনে আছে 8 GB RAM

মাত্র 8,249 টাকায় গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন

Samsung-এর তরফে নতুন ফোন লঞ্চ হয়েছে। গত সপ্তাহেই ভারতে এসেছে এই নতুন ফোন। Samsung-এর এই নতুন ফোনের নাম Samsung Galaxy M04। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে আছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে সহ MediaTek Helio P35 প্রসেসর। একই সঙ্গে মিলবে 5000mAh ব্যাটারি। আর এই সব কিছু মিলবে মাত্র 10,000টাকায়। 

Samsung Galaxy M04 ফোনটির দাম কত?

ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে 9,499 টাকা। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। অন্যদিকে এই ফোনের 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,499 টাকা। 16 ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হল গ্রাহকরা এই ফোনটি Amazon থেকে কিনতে পারবেন। এই ফোন কিনলে 499 টাকার একটি ইয়ারফোন ফ্রিতে মিলছে। আর কেউ যদি SBI কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাহলে তিনি এই ফোনটি পেয়ে যাবেন 8,249 টাকায়। বর্তমানে ফোনটি সোনালী, নীল, সবুজ এবং সাদা রঙে কিনতে পাওয়া যাচ্ছে। 

Samsung Galaxy M04 ফোনটিতে কী কী ফিচার মিলবে?

এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলবে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। এছাড়া এই ফোনের ডিসপ্লেতে আছে ওয়াটারড্রপ নচ যেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা। Samsung এর এই ফোন পরিচালিত হবে MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে। 4 GB RAM রয়েছে এই ফোনে, সঙ্গে RAM Plus ব্যবহার আরও 4 GB মেমোরি পাওয়া যাবে। এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 128 GB ইন্টারনাল স্টোরেজ। আর কেউ যদি এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তিনি পেয়ে যাবেন 1TB ইন্টারনাল স্টোরেজ। 

এখানে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যার সঙ্গে আছে LED ফ্ল্যাশের ব্যবস্থা। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে মিলবে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 15W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ এই ফোনে মিলবে 5000mAh ব্যাটারি। এই ফোনে ব্যবহারকারীরা 2 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :