Samsung ভারতে তাদের নতুন একটি ফোন নিয়ে এল। এটি একটি এন্ট্রি লেভেলের ফোন। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটির নাম হল Samsung Galaxy M04। এই ফোনটি গ্রাহকরা Amazon থেকে কিনতে পারবেন আগামী দিনে। জানা গিয়েছে এই ফোনের টপ ভ্যারিয়েন্টটিতে মিলবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Amazon এর ওয়েবপেজ থেকে এই ফোনের বিষয় একাধিক তথ্য মিলেছে। দেখুন বিস্তারিত।
Samsung Galaxy M04 ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে 8,499 টাকা থেকে। এটি হচ্ছে এই ফোনের বেস ভ্যারিয়েন্টটির দাম, এখানে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনের যে টপ ভ্যারিয়েন্ট আছে সেখানে মিলবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এই ফোনের দাম কত হবে সেটা এখনও জানা যায়নি। এই সমস্ত তথ্যই E-commerce সাইট Amazon থেকে পাওয়া গিয়েছে।
এই ফোনটি এখন ভারতে লঞ্চ হলেও আগামী 16 ডিসেম্বরের থেকে দুপুরে 12টা নাগাদ এই ফোন কেনা যাবে। যাঁরা এই ফোন কিনতে চান তাঁরা Amzon থেকে এই ফোন কিনতে পারবেন। এছাড়া Samsung এর যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকেও তাঁরা এই ফোন কিনতে পারবেন।
গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন 720X1600 পিক্সেলের রেজোলিউশন সহ 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে। MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে এই ফোনটির পারফরমেন্স পরিচালিত হবে। এখানে 8 GB RAM তো থাকছেই সঙ্গে থাকছে RAM plus ফিচারের সুবিধা, এছাড়া আছে 128 GB ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যাবে; অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এই ফোন চলবে। এখানে গ্রাহকরা দুই বছরের OS আপগ্রেড পেয়ে যাবেন বিনামূল্যে।
ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর, সঙ্গে থাকবে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এছাড়া একটি LED ফ্ল্যাশও থাকবে এই ফোনে। 10W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এছাড়া কানেকটিভিটির জন্য আছে 4G, WiFi z ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। তবে গ্রাহকরা এই ফোনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না। তবে হ্যাঁ, সেই জায়গায় থাকছে ফেসলকের সুবিধা।