Samsung Galaxy M: 5 জুলাই ভারতে লঞ্চ হবে স্যামসাং এর Galaxy M সিরিজের নতুন ফোন, জেনে নিন ফিচার

Samsung Galaxy M: 5 জুলাই ভারতে লঞ্চ হবে স্যামসাং এর Galaxy M সিরিজের নতুন ফোন, জেনে নিন ফিচার
HIGHLIGHTS

5 জুলাই দুপুর 12 টায় লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M সিরিজের নতুন ফোন

যদিও এখনও এই ফোনের ব্যাপারে তেমন কোনও তথ্য জানা যায়নি

স্যামসাংয়ের Galaxy M33 5G ইতিমধ্যেই ভারতে বিক্রি হচ্ছে

Samsung Galaxy M সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। তারা এই Galaxy M সিরিজের নতুন ফোনটিকে জুলাইয়ের 5 তারিখে লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটির নাম Galaxy M35 রাখা হতে পারে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল অনুযায়ী সেটাই মনে হচ্ছে। আর যদি M33 রাখে এই ফোনের নাম, তাহলে ধরে নিতে হবে যে এই ফোনটি 4G ডিভাইস হতে চলেছে, কারণ এখন ভারতের বাজারে এমনই Samsung Galaxy M33 এর 5G ডিভাইস বিক্রি হচ্ছে। এটা ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে। ফলে এক নামে যদি নতুন ফোন আসে তাহলে ধরে নিতে হবে সেটি একটি 4G ডিভাইস। আর যদি এই নতুন ফোনটি Galaxy M35 moniker হিসেবে আসে তাহলে সেটা M33 5G এর আপগ্রেডেড ভার্সন হিসেবে আসবে নে তা বলাই বাহুল্য। 

এই ফোন সম্পর্কিত কোনও তথ্য এখনও সে ভাবে জানা যায়নি। Samsung Galaxy M সিরিজের এই নয়া ফোনে কী কী থাকতে পারে সেটা এই ফোনটির অফিসিয়াল লঞ্চের আগে জেনে যাওয়ার একটা আশা আছে। তবে এখনও তেমন কিছুই জানা যায়নি। এই ফোনটি একটি ভার্চুয়াল ইভেন্টে মাধ্যমে 5 জুলাই দুপুর 12 টায় লঞ্চ করা হবে। 

samsung m35

দাম কত হতে পারে Samsung Galaxy M সিরিজের এই নতুন ফোনের? 

মনে করা হচ্ছে Samsung এই ফোনটির দাম 20000 এর আশপাশেই রাখবে। কারণ এখন Galaxy M33 এর দুটো ভ্যারিয়েন্ট 17999 টাকা এবং 19499 টাকায় পাওয়া যাচ্ছে। এই দুটো ভ্যারিয়েন্টের একটিতে আছে 6GB RAM আরেকটিতে আছে 8GB RAM। আর এই ফোনটি যদি Galaxy M33 এর 4G ভার্সন হয় তাহলে আশা করা হচ্ছে দাম 15000-20000 এর মধ্যেই থাকবে।  আর যদি M35 হয় তাহলে এর দাম 20000 এর সামান্য বেশি হতে পারে। মনে করা হচ্ছে 22000 টাকা হয়ে পারে M35 এর দাম। 

Samsung Galaxy M33 5G তে কী কী স্পেসিফিকেশন আছে? 

Samsung Galaxy M33 5G তে রয়েছে 6.6 ইঞ্চির full HD+ LCD ডিসপ্লে সঙ্গে Corning Gorilla glass এর সুরক্ষা। এই ফোনে রয়েছে 120Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটি চলে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এবং এতে Exynos এর 1280 চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে 25W ফাস্ট চার্জিং সহ 6000mAh এর ব্যাটারি। চারটি রিয়ার ক্যামেরা রয়েছে স্যামসাং গ্যালাক্সি M33 5G তে, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। এবং বাকি তিনটে ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর পাশাপাশি এই ফোনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo