আশা করা যায় যে এই দুটির স্টোরেযে পার্থক্য থাকবে আর এই কারনে এর ক্যামেরাতেও পার্থক্য থাকতে পারে
samsung galaxy j8 ফোনটিকে এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গ্রিক বেঞ্চে দেখা গেছে। কিন্তু এই বার এই ফোনটিতে একটি আলাদা চিপসেট থাকবে। আর এখন কয়েক সপ্তাহ আগে এই ফোনটিকে Exynos 7870 চিপসেটের সঙ্গে দেখা গেছিল। আর একে SM-J800FN মডেল নম্বরের সঙ্গে লিস্ট করা হয়েছিল। আর এবার এই ফোনটিকে SM-J805G মডেল নম্বরের সনে গ্রিক বেঞ্চে দেখা গেছে, এখানে এটি স্ন্যাপড্র্যগন 625 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফ্লিপকার্টে শুরু হল মোবাইল বোনাঞ্জা অফার, স্মার্টফোন সহ এই জিনিস গুলির ওপরও ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এটা দেখে মনে হচ্ছে যে এটি galaxy j8 ফোনটির প্লাস ভেরিয়েন্ট হবে, যা বেশি শক্তিশালী। এই দুটি ভার্শানই অ্যান্ড্রয়েড 8.0 ওরিও অপারেটিং সিস্টেমে কাজ করবে।
J805G মডেলটিতে 4GB র্যাম দেওয়া হয়েছে, আর এর অন্য মডেলটিতে 3GBর্যাম আছে। দুটিতেই অক্টা কোর কার্টেক্স A53 প্রসেসার আছে।
আশা করা যায় যে এই দুটি স্টোরেযে পার্থক্য থাকবে আর এই কারনে এই ফোনের ক্যামেরাতেই নিশ্চই পার্থক্য থাকবে।