স্যামসং গ্যালাক্সি J7V স্মার্টফোন 5.5 ইঞ্চি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড নৌগাট এর সঙ্গে লঞ্চ হল

Updated on 24-Mar-2017
HIGHLIGHTS

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 2.2GHz অক্টা কোর প্রসেসর যুক্ত

স্যামসং তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি J7 V স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে. এই ডিভাইস এর দাম $240 ভারতীয় টাকায় 15,706 হবে. এই ডিভাইস ভেরাইজন এবং ভেরাইজন এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে.

এখন এই স্মার্টফোন শুধু ইউএসতে পাওয়া যাচ্ছে. এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবার কোন খবর পাওয়া যায়নি. এই ডিভাইসে 5.5ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে. যার রেজিলিউশন 720  X 1280p, এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 2.2 GHz অক্টাকোর প্রসেসার আছে. 

আরো দেখুন: এয়ারসেল Rs. 35 এ দিচ্ছে 1GB ডাটা এবং Rs. 999 এ 36GB র ডাটা

এই ডিভাইসে 2GB র্যাম এবং 16GB ইন্টারনাল স্টোরেজ আছে, যা 256GB অব্দি বাড়ানো যায়. এই ডিভাইসটিতে 3,300mAh ব্যাটারি আছে, যার চার্জিং 3.0 টেকনলজি সাপোর্ট করে. 

এই ডিভাইসে 8মেগাপিক্সল রেয়ার ক্যামেরা আছে. এই স্মার্ট ফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের. এই স্মার্টফোনে ডুয়াল সিম সল্টও আছে. এছাড়া এই ডিভাইসটি GPS/A-GPS আছে যা ওয়াইফাই, ব্লুটুথ 4.0 এবং মাইক্রো ইউএসবি পোর্ট 2.0 যুক্ত. 

আরো দেখুন: Nokia 150 Dual SIM ভারতে হল লঞ্চ দাম, Rs.1,950  

আরো দেখুন: মাইক্রোম্যাক্স স্পার্ক ভিডিও আল্ট্রা বাজেট স্মার্টফোন হল লঞ্চ

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :