J7 Pro স্মার্টফোনটির দাম আরও একবার 2000টাকা কমেছে আর এর পরে এর দাম হল 18,990টাকা
Samsung Galaxy J7 Pro স্মার্টফোনটির দাম ভারতে আবার কমে গেছে। এই স্মার্টফোনটি 2017সালের জুন মাসে J7 Max য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছিল/ আর এই বছরের মার্চ মাসে এই দুটি ডিভাইসের দাম 2000টাকা কমেছিল। আর এবার J7 Pro স্মার্টফোনটির দাম আরও একবার 2000 টাকা কমেছে। আর এর দাম এখন 18,990টাকা হয়েছে।
একজন ভরসাযোগ্য টুইটার ইউজার্স মুম্বাইয়ের মোবাইল রেটেলার Mahesh Telecom দেশে Galaxy J7 Pro স্মার্টফোনটির দাম কমার খবর জানিয়েছে। তবে এই দাম কোম্পানির অনলাইন পোর্টাল বাঁ অন্য কোন ইকমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন আর ফ্লিপকার্টে নেই।
এটা বলা যেতে পারে যে এই দামে অনলাইন চ্যানেলে প্রভাব পরবে। আগামী কিছু দিনের মধ্যে অনলাইন পোর্টালেও পরিবর্তন দেখা যেতে পারে। Samsung ও এই বিষয়ে বেশি কিছু জানায়নি।
Smasung Galxy J7 Pro স্মার্টফোনটিতে 5.5ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 1080×1920 পিক্সাল। আর স্যামসংয়ের Exynos 7870 অক্টা কোর প্রসেসার আর 3GB র্যাম এই ফোনে আছে।
এই ফোনটিতে 13MPর রেয়ার ক্যামেরা আর f/1.7 অ্যাপার্চার আছে। আর এর সঙ্গে এই ফোনে 13MPর ফ্রন্ট ক্যামেরাও আছে। আর এতে 64GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে 3600mAHয়ের ব্যাটারি আছে আর এটি ডুয়াল সিম স্লট, NFC, USB টাইপ C পোর্ট আর 4G LTE ফিচার যুক্ত। আর এই ফোনটি 7.9mmথিক।