Samsung Galaxy J7 Pro ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Samsung Galaxy J7 Pro ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এটি স্যামসং এর Exynos 7870 অক্টা-কোর প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত

Samsung Galaxy J7 Pro গতকাল থেকে ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে। কোম্পানি তাদের এই স্মার্টফোনটি জুনে ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটির সঙ্গে কোম্পানি Samsung Galaxy J7 Max ও ভারতে আনা হয়েছিল। Samsung Galaxy Max গত মাস থেকে ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Samsung Galaxy J7 Pro তে স্যামসং পে সার্ভিস আছে, এটি কোম্পানির প্রথম মিড রেঞ্জ ফোন যাতে এই বিশেষ ফিচারটি দেওয়া হয়েছে।

Samsung Galaxy J7 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1080×1920 পিক্সাল। এটি স্যামসং এর Exynos 7870 অক্টা-কোর প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত।

এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা f/1.7 অ্যাপার্চার যুক্ত। এর সঙ্গে এই ফোনটিতে 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটির ব্যাটারি 3600mAh এর। এটি ডুয়াল সিম স্লট, NFC, USB টাইপ- C পোর্ট আর 4G LTE ফিচার যুক্ত। এই ফোনটির থিকনেস 7.9mm। এটি গোল্ড আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo