Samsung Galaxy J7 Pro আর J7 Max ভারতে লঞ্চ হল

Updated on 14-Jun-2017
HIGHLIGHTS

এই দুটি ফোন গোল্ড আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে

Samsung তাদের স্মার্টফোন Galaxy J7 Pro আর J7 Max ভারতে লঞ্চ হয়ে গেছে। এই স্মার্টফোনটির ভারতে দাম Rs 20,900 আর Rs 17,900। এই ফোন দুটি গোল্ড আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে।       

Glaxy J7 2017 তে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে 1.6GHz Octa-Core Exynos 7870 আছে। এই ডিভাইসের র‍্যাম 3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নোউগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এই ডিভাইসের ব্যাটারি 3,600mAh। এই ডিভাইসে 13 মেগাপিক্সালের রেয়ার আর ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

Samsung Glaxy J7 Max এ 5.7 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের স্ক্রিন রেজিলিউশন 1920x1080p। এই ডিভাইসের প্রসেসার 1.6GHz অক্টা-কোর।

এই ডিভাইসের র‍্যাম 4GB’র। এছাড়া এই ডিভাইসে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসটির ব্যাটারি 3,300mAh এর। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 4G VoLTE, ডুয়াল সিম আর অন্যান্য বেসিক ফিচার্স দেওয়া হয়েছে। 

সোর্সঃ

Connect On :