Samsung Galaxy J7 Prime এর 32GB ভেরিয়েন্টটির দাম অনেক কমেছে

Samsung Galaxy J7 Prime এর 32GB ভেরিয়েন্টটির দাম অনেক কমেছে
HIGHLIGHTS

Samsung Galaxy J7 Prime 32GB কে গত মাসে RS. 16,900 তে লঞ্চ করা হয়েছিল

Samsung Galaxy J7 Prime 32GB’র দাম অনেক কমে গেছে। মুম্বাইয়ের মোবাইল রিটেলার মহেশ টেলিকম জানিয়েছে যে, এই ফোনটির দাম Rs. 1000 কমেছে।  এবার এই স্মার্টফোনটি Rs. 15,900 দামে পাওয়া যাবে। Samsung Galaxy J7 Prime 32GB কে গত বছর Rs. 16,900 দামে আনা হয়েছিল।
 
এই ডিভাইসটির ডিসপ্লে 5.5 ইঞ্চির এর রেজিলিউশন 1920x1080p। এছাড়া এই স্মার্টফোনটিতে 3GB’র র‍্যাম আছে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB যাকে 256GB অব্দি বাড়ানো সম্ভব।
এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3300mAh আর এটি S ওয়াক মোডের সঙ্গে পাওয়া যায়।
এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সালের আর সেকেন্ডারি ক্যামেরা 8  মেগাপিক্সালের। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, GSM, ওয়াই ফাই 802.11 b/g/n, NFC, USB কানেক্টিভিটি আর 3.5mm জ্যাক যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo