৫.৫ ইঞ্চির মডেলের স্ক্রিনটি ফুল HD৷ অর্থাৎ এই স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মজাদার হবে৷ 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোটেজ ফোনটিকে কোনওভাবেই হ্যাং হতে দেবে না৷ ইক্সিনস প্রসেসরের ফোনটির ব্যাটারি ৩৩০০ mAh-এর৷
ভারতীয় স্মার্টফোন বাজারে এখন আসছে না স্যামসাং Note 7৷ যাঁরা অধীর আগ্রহে Note 7-এর অপেক্ষা করছিলেন, অথবা যাঁরা পুজোর আগে পুরনো স্মার্টফোনটি বদলে ফেলতে চান, তাঁদেরকে সুখবর দিল স্যামসাং৷ ক্রেতাদের মন ভাল করে দিতে বাজারে এসে গেল Galaxy J7 Prime৷
একঝাঁক ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত এই স্মার্টফোনকে নিজের আগামী ফোন হিসেবে বেছে নিতেই পারেন৷ চলুন দেখে নেওয়া যাক Galaxy J সিরিজের এই ফোনে কী কী ফিচার রয়েছে৷এটি আসলে Galaxy J7-এর আপগ্রেটেড ভার্সন৷ জনপ্রিয় মডেলটির থেকে নতুন মডেলটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে৷ সম্পূর্ণ মেটাল বডির ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিকল্প থাকছে৷
৫.৫ ইঞ্চির মডেলের স্ক্রিনটি ফুল HD৷ অর্থাৎ এই স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মজাদার হবে৷ 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোটেজ ফোনটিকে কোনওভাবেই হ্যাং হতে দেবে না৷ ইক্সিনস প্রসেসরের ফোনটির ব্যাটারি ৩৩০০ mAh-এর৷ এবার নজর দেওয়া যাক এর ক্যামেরার দিকে৷ রিয়ার ক্যামেরা ১৩ এমপি ও সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা৷
এত ফিচার সত্ত্বেও এর সমসাময়িক বাকি সব ফোনের চেয়ে সস্তা Galaxy J7 Prime৷ Moto G4 Plus, Xiaomi Mi 5 ফোনগুলিতে যেখানে এসব ফিচার পেতে হলে আপনাকে ২১ হাজার টাকারও বেশি খরচ করতে হবে, সেখানে গ্যালাক্সি J7 প্রাইমের মূল্য ১৮,৭৯০ টাকা৷