Samsung Galaxy J7 Max অনলাইনে দেখা গেছে, সামনের মাসে ভারতে লঞ্চ হতে পারে

Samsung Galaxy J7 Max অনলাইনে দেখা গেছে, সামনের মাসে ভারতে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Samsung Galaxy J7 Max স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত হবে আর এতে 3300mAh এর ব্যাটারিও থাকবে

স্যামসং আগামী মাসে ভারতে তাদের J সিরিজের একটি নতুন স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় করছে. পাওয়া খবর অনুসারে, এই স্মার্টফোনটি ভারতে জুনের দ্বিতীয় সপ্তাহে আনা হতে পারে. এটি গোল্ড আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে. অনুমান করা হচ্ছে যে এর দাম হবে Rs.20,000.

Samsung Galaxy J7 Max এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.7 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে. এর সঙ্গে এতে 1.6GHz অক্টা কোর মিডিয়াটেক MT6757V প্রসেসার থাকবে. এছাড়া এতে 4GB র্যাম আর 32GBর ইন্টারনাল স্টোরেজও থাকবে. ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে.

আরো দেখুন: Honor 9 স্মার্টফোনটি 20 জুন লঞ্চ হতে পারে

এই স্মার্টফোনের ক্যামেরার দিকে দেখলে দেখা যাবে যে এতে 13MPর রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে আছে. এরসঙ্গে এর সামনের দিকে 13MP র ক্যামেরা থাকবে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে. এর সঙ্গে এতে 3300mAh এর ব্যাটারি থাকবে. এছাড়া এই ফোনে স্মার্ট গ্লো 2.0 স্যামসং পে মিনি, 4G VoLTE, ডুয়াল সিম আর অন্যান্য কানেক্টিভিটির ফিচারও থাকবে. 

আরো দেখুন: Oppo A77 স্মার্টফোন 16MP সেলফি ক্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

আরো দেখুন: Samsung Z4 লঞ্চ হল, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo