Samsung Galaxy J7 Max স্মার্টফোনটি ভারতে সেলের জন্য পাওয়া শুরু হয়ে গেছে। এই স্মার্টফোনটি কে গত সপ্তাহে আনা হয়েছিল। এই স্মার্ট ফোনটির দাম Rs 17,900। এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও P20 অক্টা-কোর প্রসেসার আছে। আজ Flipkart থেকে এই প্রোডাক্ট গুলি বিশাল ডিস্কাউন্টের সঙ্গে কিনুন
এই স্মার্টফোনটি অফলাইন রিটেল স্টোর থেকেও কেনা যাবে। এই স্মার্টফোনটি গোল্ড আর ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। Samsung Glaxy J7 Max এ 5.7ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের স্ক্রিন রেজিলিউশন 1920x1080p। এই ডিভাইসে 1.6GHz অক্টা-কোর প্রসেসার আছে।
এই ডিভাইসে 4GB র্যাম আছে। এছাড়া এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 32GB। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা আর রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সালের। এই ডিভাইসের ব্যাটারি 3,300mAh। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনটিতে 4G VoLTE, ডুয়াল সিম আর অন্যান্য বেসিক কানেক্টিভিটির অপশন আছে।