Samsung Galaxy J7 Duo স্মার্টফোনটির দাম কমে গেছে, এবার এটি মাত্র 13,990টাকায় কেনা যাবে
স্যামসং গ্যালাক্সি J7 Duo স্মার্টফোনটির দাম এর আগেও একবার কমেছে আর এবার আরও একবার এই স্মার্টফোনের দাম কমল
Sansung Galaxy J7 Duo স্মার্টফোনটি স্যামসংয়ের একটি অ্যাফর্ডেবেল স্মার্টফোন, আর এই ডিভাইসটির দাম এই বছর আরও একবার কমে গেল। আপনাদের বলে রাখি যে মুম্বাইয়ের মহেষ টেলিকমের তরফে এই বিষয়টি জানা গেছে। আপনাদের বলে রাখি যে এই রিটেলারের অনুসারে এও জানা গেছে যে এই ডিভাইসটির দাম প্রায় 2,000 টাকা কমেছে।
এই ডিভাইসটি এই বছরের প্রথম দিকে লঞ্চ করা হয়েছিল, আর এই সময়ে এর দাম ছিল 16,990 টাকা আর এর পরে মে মাসে এই ডিভাইসের দাম একবার কমে যায় আর তখন এর দাম প্রায় 1,000 টাকার মতন কমে। আর এর পর আরও একবার এই ডিভাইসের দাম কমেচধে আর এবার দাম কমার পরে এই ডিভাইসের দাম 13,990 টাকা হয়েছে।
#SamsungJ7Duo now available at a Best Buy price of Rs.13990/- only pic.twitter.com/6ZjZzP5laD
— Mahesh Telecom (@MAHESHTELECOM) July 31, 2018
এই ডিভাইসের দামের এই পরিবর্তন ফ্লিপকার্ট আর অ্যামাজন ইন্ডিয়াতেও দেখা গেছে, আর এই ডিভাইসটির দাম সেখানে 14,990 টাকা বলা হয়েছে। আর আপনি যদি এই ডিভাইসটি কিনতে চান তবে আপনারা এর সঙ্গে বেশ কিছু ভাল অফার পাবেন, যেমন এই ডিভাইসটি আপনারা No Cost EMI তে প্রতিমাসে 2,499 টাকায় কিনতে পারবেন।
আর এছাড়া রিলায়েন্স জিওর তরফে এই ডিভাইসটি আপনারা প্রায় 2,750 টাকার ক্যাশব্যাকে পাবেন। জিওর এই ক্যাশব্যাক আপনারা 198 টাকা আর 299 টাকার প্ল্যানের সঙ্গে 50 টাকা আর 55 টাকার ভাউচার হিসাবে পাবেন।