Samsung Galaxy J7, Samsung এর প্রথম স্মার্টফোন হবে যাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Samsung Galaxy J7, Samsung এর প্রথম স্মার্টফোন হবে যাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
HIGHLIGHTS

এর আগে বলা হয়েছিল যে Galaxy C10 কোম্পানির প্রথম ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন হবে

বিগত বেশ কিছু সময় ধরে Samsung এর প্রথম ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোনের জল্পনা কল্পনা চলছিল, সম্প্রতি খবর পাওয়া গেছিল যে Galaxy C10 কোম্পানির প্রথম প্রথম ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন হবে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,990 টাকায় Samsung Galaxy J7 (Gold, 16 GB) (1.5 GB RAM),
কিন্তু এখন পাওয়া খবর অনুসারে Samsung Galaxy J7 কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। চিনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo এই স্মার্টফোনটির পালস্টিক কভার শেয়ার করেছে যা থেকে এটা বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।

Samsung Galaxy J7 2017 তে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এতে 5 ফিঙ্গার জেসচার থাকবে। এর সঙ্গে এতে Exynos 7870 1.5GHz অক্টা-কোর প্রসেসার আর 3GB র‍্যাম থাকবে। এতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও থাকবে। এটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে।

এর সঙ্গে Samsung Galaxy J7 2017 তে 12মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে। এতে 12 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে। এটিতে ব্লুটুথ GPS, NFC আর ওয়াই ফাই এর মতন কানেক্টিভিটি ফিচার্সও থাকবে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,990 টাকায় Samsung Galaxy J7 (Gold, 16 GB) (1.5 GB RAM),

ইমেজ সোর্সঃ     

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo