Samsung Galaxy J7 2017 পেল ওয়াই ফাই সার্টিফিকেশন

Samsung Galaxy J7 2017 পেল ওয়াই ফাই সার্টিফিকেশন
HIGHLIGHTS

ওয়াই ফাই লিস্টিং থেকে জানা গেছে যে এর সব মডেলই ডুয়াল সিম সাপোর্ট করে

স্মার্টফোন তৈরির কোম্পানি  Samsung এর স্মার্টফোন Samsung Galaxy J7 2017’র 6 ভেরিয়েন্টটিকে ওয়াই ফাই অ্যালাইন্সের তরফে ওয়াই ফাই সার্টিফিকেশন পেয়েছে। এই ডিভাইসের মডেল নম্বর SM-J730F, SM-J730F/DS, SM-J730G, SM-J730G/DS, SM-J730GM আর SM-J730GM/DS। 

এই সব মডেলই ডুয়াল সিমের। এর আগে একটি ডিভাইস যেটি মডেল নম্বর SM-J730FM/DS ওয়াই ফাই সার্টিফিকেশন আগি পেয়েগেছে। এর আগে Galaxy J7 যার মডেল নম্বর SM-J730FM আর SM-J730FM/DS তা FCC সার্টিফিকেশন আগেই পেয়েছে।

আরো দেখুন: Itel ভারতে লঞ্চ করল তাদের বাজেট স্মার্টফোন

এই ডিভাইসে একটি ডুয়াল ব্যান্ড Wi-Fi a/b/g/n (2.4GHz, 5GHz) আর ওয়াই-ফাই ডাইরেক্ট কানেক্টিভিটি ফিচার আছে।  এছাড়া এই ডিভাইসে 3GB র‍্যাম থাকবে। এর ইন্টারনাল স্টোরেজ 16GB হবে। এই ডিভাইসে 13 মেগাপিক্সাল ক্যামেরা থাকবে।

এই ডিভাইসে 3600mAh ব্যাটারি থাকার সম্ভাবনা আছে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। J5 এ 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়া এই ডিভাইসে 2GB র‍্যামের সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

আরো দেখুন: Oppo A77 লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা নিয়ে…

আরো দেখুন: পেটিএম 23 মে থেকে শুরু করবে তাদের ব্যাঙ্ক অপশন

সোর্স: 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo