Samsung Galaxy J7 (2017) চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে

Updated on 23-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 5 ফিঙ্গারপ্রিন্ট জেসচারও থাকবে

পরিচিত মোবাইল তৈরির কোম্পানি Samsung এর স্মার্টফোন Samsung Galaxy J7 (2017) র বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে। এই ডিভাইসটিকে অনেক গুলি বেঞ্চমার্কিং সাইটেও দেখা গেছে।

এই ডিভাইসটি ব্লুটুথ আর ওয়াই ফাই সার্টিফিকেট আগেই পেয়েছে। এবার এই ডিভাইসটির একটি নতুন প্রেস রেন্ডার লিক হয়েছে। এই রেন্ডার থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটি অনেক গুলি আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

আরো দেখুনঃ Nokia 9 এর ছবি লিক হল, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Samsung Galaxy J7 2017 এ 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে। এতে 5 ফিঙ্গার জেসচারও থাকবে। এর সঙ্গে এটি Exynos 7870 1.5GHz অক্টা কোর প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত হবে। এতে 16GBর ইন্টারনাল স্টোরেজও থাকবে। এটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে।

এর সঙ্গে  Samsung Galaxy J7 2017 তে 12 মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে। এতে 12 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। এতে ব্লুটুথ GPS, NFC আর ওয়াই ফাই কানেক্টিভিটির মতন ফিচার্স থাকবে।

আরো দেখুনঃ Nubia N1 lite Rs. 6,999 এ ভারতে লঞ্চ হল

আরো দেখুনঃ Samsung Galaxy A5 2017 পাচ্ছে মে মাসের সিকিউরিটি আপডেট

সোর্সঃ  

Connect On :