Samsung Galaxy J7 2017 3GB র্যাম এর সঙ্গে GFX বেঞ্চে দেখা গেছে

Updated on 09-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে

Samsung Galaxy J7 2017 গত মাসেই ব্লুটুথ সার্টিফিকেট পেয়েছিল. এবার এই ফোনটিকে GFXBench বেঞ্চমার্কিং ওয়াবেসাইটে দেখা গেছে. এটিকে এখানে মডেল নম্বর SM-J730 নাম দিয়ে লিস্টিং করা হয়েছে. এই ফোনটিকে ইন্দোনেশিয়ান এজেন্সি P3DN ও সার্টিফিকেশন দিয়েছে. এই ফোনটিকে ফেব্রুয়ারিতে অন্য মডেল নম্বরের সঙ্গে এই একই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছিল.

সাম্প্রতিক লিস্টিং অনুসারে, Samsung Galaxy J7 2017 ফোনটিতে 5.5ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920X1080 পিক্সাল. এতে 5 ফিঙ্গার যেসচারও থাকবে. এর সঙ্গে এটিতে Exynos 7870 1.5GHz অক্টা-কোর প্রসেসার আর 3GB র্যাম থাকবে. এতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে. এটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে.

আরো দেখুন: Xiaomi Mi 6 Lite ভেরিয়ান্ট স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

এর সঙ্গে Samsung Galaxy J7 2017 তে 12 মেগাপিক্সলের অটোফোকাস ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে. এটিতে 12 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও থাকবে. এতে ব্লুটুথ, GPS, NFC আর ওয়াইফাই এর মতন কানেক্টিভিটি ফিচার্সও থাকবে.

আরো দেখুন: Google Pixel আর Pixel XL এর ওপর পাওয়া যাচ্ছে Rs 13,000’র বিশাল ক্যাশব্যাক

আরো দেখুন: Reliance Jio এবার তাদের Jio Fi 4G হটস্পটে দিচ্ছে 100% ক্যাশ ব্যাক

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :