মনে করা হচ্ছে যে কোম্পানি Galaxy J7 (2017) ফোনটির চিনা ভার্শানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
Samsung Galaxy J7 (2017) গত মাসে Galaxy J3 আর Galaxy J5 (2017) কে লঞ্চ করেছিল। আর এবার মনে হচ্ছে যে স্যামসং ব্র্যান্ড Galaxy J7 (2017) ফোনটির চাইনিজ ভার্শানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এখন এই ফোনটির ইমেজও অনালাইনে লিক হয়েছে। সেই লিক ইমেজ থেকে জানা গেছে যে এই নতুন ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে।
SlashLeaks একটি ছবি লিক করেছে যাকে Samsung Galaxy J7 (2017) বলা হয়েছে। এই ছবিতে এই ডিভাইসের ফ্রন্ট আর ব্যাক প্যানেল দেখা গেছে। ব্যাক প্যানেলে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছে যা আগের লিকের সঙ্গেও মিলে যায়। এই স্মার্টফোনটি মেটাল বডি যুক্ত আর এর অ্যান্টেনা লাইন আছে এই ডিভাইসটিতে অলওয়েস অন ডিসপ্লেও আছে।
এই ফোনটির ফোন বটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মতন কাজ করে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা, LED ফ্ল্যাশের সঙ্গে আছে। আর এটিই হয়ত স্যামসং এর প্রথম ডুয়াল ক্যামেরা যুক্ত ফোন হবে।
Samsung Galaxy J7 (2017) ফোনটিতে 5.5- ইঞ্চির ফুল HD ডিসপ্লে 1280×1920 পিক্সাল রেজিলিউশনের সঙ্গে আছে। এটি একটি AMOLED ডিসপ্লে। এই ফোনটিতে 1.6GHz অক্টা-কোর এক্সিয়ন্স 7870 এর সঙ্গে Mali T830 GPU ও আছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 16GB যা 256GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ফনির ব্যাটারি 3,600 mAh এর।
Galaxy J7 2017 ফোনটিতে 13MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনটির অন্যান্য ফিচার্স গুলির মধ্যে এই ফোনে ডুয়াল সিম স্লট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ 4.1, GPS আছে।