Samsung Galaxy J7 (2017) আর J5 (2017) কে অনলাইনে দেখা গেছে
Samsung J7 2017 চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে
Samsung এর আপকামিং J সিরিজের স্মার্টফোন J5 (2017) আর J7 (2017)’র বিষয়ে অনেক ধরনের খবর আর লিক ইতিমধ্যে সামনে এসেছে। এই ফোনটি এর মধ্যে অনেক সার্টিফিকেশন পেয়েছে।
Samsung J7 2017 চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটি সিলভার, ব্ল্যাক, গোল্ড আর পিংক কালার অপশনে পাওয়া যাবে। এই ডিভাইসটিতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে। এছাড়া এটিতে Exynos 7870 চিপস্টেক আছে।
আরও দেখুনঃ iPhone 8 এ থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
এই ডিভাইসটিতে 3,600mAh এর ব্যাটারি আছে। এছাড়া এই ডিভাইসে 3GB র্যাম আর 16GB’র এক্সপেন্ডেবেল স্টোরেজ আছে। এই স্মার্টফোনটিতে ফ্রন্ট আর রেয়ার দুদিকেই 13MP’র ক্যামেরা থাকবে.
এই ডিভাইসটির দাম $340 অর্থাৎ প্রায় Rs 21,990 হবে। Samsung Galaxy J5 (2017) এ 5.2 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিভাইসে 2GB র্যাম আছে।
এই ডিভাইসের ব্যাটারি 3,000mAh । এই ডিভাইসটিতে 5MP’র সেলফি ক্যামেরা আছে। J5 (2017) Exynos 7 Quad 7570 প্রসেসার যুক্ত। এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা 13MP’র।
এই ডিভাইসটির স্টোরেজ 16GB। এই ডিভাইসে 4টি কালার ভেরিয়ান্ট আছে। এই ডিভাইসটি IP সার্টিফিকেশন যুক্ত।
আরও দেখুনঃ Samsung Galaxy S5 এর দাম 50% কমে গেছে