Samsung Galaxy J6 মোবাইল ফোনটির দাম ভারতের বাজারে কমে গেল, এবার সস্তায় কেনা যাবে

Samsung Galaxy J6 মোবাইল ফোনটির দাম ভারতের বাজারে কমে গেল, এবার সস্তায় কেনা যাবে
HIGHLIGHTS

সম্প্রতি Samsung Galaxy J6 মোবাইল ফোনটির দাম সবে কমেছিল আর এবার এই ফোনটির দাম আরও একবার কমেছে বলে জানা গেছে এবার এই ডিভাইসটি 12,490 টাকায় কেনা যাবে

নতুন একটি খবর অনুসারে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি J6 স্মার্টফোনটির দাম আরও একাব্র কমেছে। এর আগেও এই ফোনের দাম কমেছিল, তবে এবার ভাল ব্যাপার এই যে এই ফোনটি এবার সব কটি র‍্যাম ভেরিয়েন্টের দামই কমেছে।

আপনাদের বলে রাখি যে আপনারা Samsung Galaxy J6 মোবাইল ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 12,490 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটি 13,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টটি যা 15,990 টাকায় লঞ্চ কেনা হয়েছিল তা এবার 13,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি আসলে 16,490 টাকায় লঞ্চ করা হয়েছিল।

 

এই খবর মুম্বাইয়ের মহেশ টেলিকমের মাধ্যমে পাওয়া গেছে আর এই মোবাইল রিটেল স্টোরের একটি টুইটের মাধ্যমে এটি জানা গেছে।

স্যামসাং Galaxy J6 স্মার্টফোনের স্পেসিফিকেশান

এই স্যামসাং ফোনটিতে একটি 5.6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্ট আছে আর এটি এক্সিয়ন্স 7870 চিপসেটের সঙ্গে পাওয়া যাবে।

ছবি তোলার জন্য এই ফোনে একটি 13MP র রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনটির ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাটারি 3,000mAh য়ের।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo