Samsung Galaxy J6 ফোনটির বিষয়ে নতুন খবর সামনে এল

Samsung Galaxy J6 ফোনটির বিষয়ে নতুন খবর সামনে এল
HIGHLIGHTS

এটি 1.6 GHzঅক্টা কোর কার্টেক্স A53প্রসেসারের সঙ্গে আসতে পারে যা 14nm প্রসেসার নির্ভর

এরকম মনে হচ্ছে যে স্যামসং এবছর তাদের J-সিরিজটি বৃদ্ধি করতে চায়। আর এর জন্য কিছু সময় আগেই আমরা Galaxy J4 আর J8কে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখেছিলাম। আর এবার একটি নতুন ফোন গ্রিকবেঞ্চের লিস্টিংএ দেখা গেছে। এবার Galaxy J6 এখানে দেখা গেছে এই লিস্টে এটি SM-J600F মডেল নম্বরের সঙ্গে লিস্ট করা হয়েছে। ফ্লিপকার্টে শুরু হল অ্যাপেল ডেজ

এটি যদি J-সিরিজের ফোন হয় তবে এটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন হবে। এটি Exynos 7870 চিপসেট যুক্ত হতে পারে, যা Galaxy J5 (2017) এও আছে। 1.6 GHz অক্টা কোর কার্টেক্স-A53 প্রসেসারের সঙ্গে আস্তে পারে যা 14nm প্রসেসারের ওপর নির্ভরশিল। এতে খুব বেশি 1,920×1,200 পিক্সালের স্ক্রিন রেজিলিউশান থাকতে পারে।

এর সঙ্গে Galaxy J6 ফোনটিতে 2GB র‍্যামও দেওয়া হতে পারে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0  ওরিও থাকতে পারে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত হলে তা এর জন্য একটি বড় ফিচার হবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo