Samsung Galaxy J5 Pro লঞ্চ হল, এটি 3GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত ফোন

Samsung Galaxy J5 Pro লঞ্চ হল, এটি 3GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত ফোন
HIGHLIGHTS

Samsung Galaxy J5 Pro তে একিটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকবে যা হোম বটনেও কাজ করবে

Samsung Galaxy J5 2017 গত মাসে Galaxy J3 আর Galaxy J7 (2017) হিসাবে এসেছিল। এবার কোম্পানি এই ফোনটির একটি নতুন আপগ্রেটেড ভেরিয়েন্ট নিয়ে এসেছে। এর র‍্যামটি বেশি ভাল। এই ফোনটির দাম THB 9,990 (প্রায় Rs 19,027)। তবে এই ফোনটি অন্যান্য জায়গায় কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

Samsung Galaxy J5 Pro স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2-ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আছে। যে ডিসপ্লেটি 1280×720 পিক্সাল রেজিলিউশন যুক্ত। এতে 1.6GHz অক্টা-কোর Exynos 7870 প্রসেসারও আছে। এটি মালী T830 MP2 GPU যুক্ত। এতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে, যাকে হোম বটনে দেওয়া হয়েছে। এতে 3000mAh এর ব্যাটারি আছে।

Samsung Galaxy J5 Pro তে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ f/1.7 অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে একটি 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। এই ফ্রন্ট ক্যামেরায়ও LED ফ্ল্যাশ আছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 b/g/n, ব্লুটুথ 4.1, GPS এর মতন ফিচার্স আছে। এর থিকনেস 7.9mm।

সোর্সঃ

ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo