কোম্পানি Samsung Galaxy J5 Prime 16GB কে গত বছর ভারতে লঞ্চ করেছিল
Samsung Galaxy J5 Prime 32GB খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে. ভারতে এই স্মার্টফোনটির দাম Rs.14,900 হতে পারে. মুম্বাইয়ের ফোন রিটেলার মহেশ টেলিকম এই বিষয়ে খবর দিয়েছে. কোম্পানি Samsung Galaxy J5 Prime 16GB কে ভারতে গত বছর লঞ্চ করেছিল. তখন ভারতে এর দাম ছিল Rs.14,790 যা এখন Rs.13,790 তে পাওয়া যাচ্ছে.
যদি Samsung Galaxy J5 Prime এর ফিচার্সের দিকে দেখা যায়, তবে এতে 5-ইঞ্চির HD 720p ডিসপ্লে দেওয়া হয়েছে. এটি Exynos কোয়াড কোর প্রসেসার যুক্ত. এতে 2GB র্যামও আছে. এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র. স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে. এতে 2400mAh এর ব্যটারি আছে.
এর সঙ্গে Samsung Galaxy J5 Prime এ 13MP’র রেয়ার ক্যামেরা f/1.9 অ্যাপার্চার আর LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে. এতে 5MP র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে. এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে. এছাড়া এতে ডুয়াল সিম, 4G VoLTE এর মতন ফিচার্সও থাকবে.