Samsung Galaxy J5 22 জুন থেকে কিনতে পাওয়া যাবে

Samsung Galaxy J5 22 জুন থেকে কিনতে পাওয়া যাবে
HIGHLIGHTS

এই ডিভাইসটির দাম Rs 19,855’র কাছাকাছি হবে

চিরপরিচিত ফোন কোম্পানি Samsung এর স্মার্টফোন Samsung Galaxy J5 কে 22 জুন থেকে কিনতে পাওয়া যাবে। বলা হচ্ছে যে এই ডিভাইসটির দাম  Rs 19,855 র কাছাকাছি হবে।

পাওয়া খবর অনুসারে, Samsung Galaxy J5 (2017) তে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল হবে। এই স্মার্টফোনটি স্যামসং এর Exynos 7870 1.5 GHz অক্টা কোর প্রসেসার আর 2GB র‍্যাম যুক্ত হবে। এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ 16GB। এটি অ্যান্ড্রয়েড 7.0 স্যামসং এডিশান অপারেটিং সিস্টেমে কাজ করে।

আরও দেখুনঃ ওপ্পোর এই নতুন স্মার্টফোনটির বিষয়ে এই ভিডিওতে আরও ডিটেলসে জানুন…

Samsung Galaxy J5 (2017) এ 16 মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা আছে এবং ক্যামেরাটি LED ফ্ল্যাশ যুক্ত। GFX লিস্টিং অনুসারে এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, GPS, NFC আর ওয়াই-ফাই আছে।

আপনাদের জানিয়ে রাখি যে, Samsung Galaxy J5 (2016) তে 5.2-ইঞ্চির সুপার AMOLED HD 1280 x 720 ডিসপ্লে আছে। এটি 1.2GHz  কোয়াড-কোর 64-বিট প্রসেসার আর 2GB র‍্যাম যুক্ত হবে। এটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, যাকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 64GB অব্দি বাড়ানো যায়। এটি অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটির ব্যাটারি 3100mAh এর। এতে 13 মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা আছে। 

আরও দেখুনঃ Nokia 3310 (2017): এর ক্যামেরাটি আদতে কেমন!!!

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo