Samsung Galaxy J5 (2017) লঞ্চ হওয়ার আগেই সেলের জন্য পাওয়া যাচ্ছে

Updated on 05-Jun-2017
HIGHLIGHTS

Samsung Galaxy J5 (2017) এর দাম হবে Rs. 20,000’র কাছাকাছি

Samsung Galaxy J5 (2017) কে এখনও স্যামসং অফিসিয়ালি লঞ্চ করেনি, কিন্তু লঞ্চের আগেই এই স্মার্টফোনটি কিছু অনলাইন শপিং ওয়েবসাইটে সেলের জন্য পাওয়া যাবে। এই স্মার্টফোনটি অ্যামাজন ফ্রান্স আর জার্মানের অনলাইন শপিং ওয়েবসাইটে প্রি অর্ডার করার জন্য লিস্ট করা হয়েছে। তবে অনুমান করা হচ্ছে যে আগামী দিনে এই স্মার্টফোনটি তাড়াতাড়ি লঞ্চ করা হবে। এই অনলাইন লিস্টিং থেকে এই ফোনটির স্পেক্সের বিষয়েও জানা গেছে।

আরও দেখুনঃ  স্যামসং এর এই অসাধারন স্মার্টফোনটির বিষয়ে এই ভিডিওতে আরও ডিটেলসে জানুন   

এই স্মার্টফোনটির ডিজাইন আগের মডেলের মতনই, তবে এর অ্যান্টেনা ওয়াইড এক্তু আলাদা। Samsung Galaxy J5 (2017)  এ স্যামসং গ্যালাক্সি J সিরিজের মতন ডিজাইন আছে। এই ফোনের হোম বটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই ফোনের রেয়ার অংশে ক্যামেরা আর ফ্ল্যাশও দেওয়া হয়েছে।

আসা করা হচ্ছে যে এই ফোনটিতে 5.2-ইঞ্চির HD AMOLED ডিসপ্লের সঙ্গে 2.5D কার্ভড গ্লাসের প্রোটেকশন থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতে অক্টা-কোর Exynos চিপস্টেকও দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ 16GB ‘র আর এই স্টোরেজকে 256GB অব্দি বাড়ানো যাবে। এতে 2GB’র র‍্যাম আর 3000mAh এর ব্যাটারি থাকবে।

সোর্সঃ

Connect On :