Samsung Galaxy J5 (2017)র ছবি অনলাইনে লিক হল

Samsung Galaxy J5 (2017)র ছবি অনলাইনে লিক হল
HIGHLIGHTS

Samsung Galaxy J5 (2017) এ 13 মেগাপিক্সালের আউটফোকাস ক্যামেরা একটি LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে

Samsung Galaxy J5 (2017) স্মার্টফোন সম্প্রতি ওয়াই ফাই আর ব্লুটুথ সার্টিফিকেশন পেয়েছে. এবার এই স্মার্টফোনটির ছবি অনলাইনে লিক হল. Samsung Galaxy J5 (2017) কে কিছু দিন আগেই GFXBench আর GeekBench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছিল.

তবে এই লিস্টিং এ এই স্মার্টফোনটির অন্য কোন ফিচার্স এর বিষয়ে কোন খবর দেওয়া হয়নি. কিন্তু এই Samsung Galaxy J5 (2017) র কতগুলি আলাদা আলাদা ভেরিয়ান্ট লিস্ট করা হয়েছে.

এর আগে পাওয়া খবর অনুসারে, Samsung Galaxy J5 (2017) তে 4.8 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল হবে. এই স্মার্টফোনটি স্যামসং Exynos 7870 1.5 GHz অক্টাকোর প্রসেসার আর 2GB র্যাম যুক্ত হবে. এতে 16GBর ইন্টারনাল স্টোরেজও থাকতে পারে. এটি অ্যান্ড্রয়েড 7.0 স্যামসংএডিশন অপারেটিং সিস্টেমে কাজ করবে.

আরো দেখুন: পুনম পান্ডের অ্যাপ ব্যান করল গুগল

Samsung Galaxy J5 (2017) এ 13 মেগাপিক্সালের ক্যামেরা আর LED ফ্ল্যাশ থাকবে. এর সঙ্গে এতে 13 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে. GFX এর লিস্টিং এ এই ফোনের কানেক্টিভিটি ফিচার্সের বিষয়েও জানানো হয়েছে. এতে ব্লুটুথ, GPS,NFC আর ওয়াই-ফাই এর মতন ফিচার্স আছে. 

তবে বলেরাখি যে, Samsung Galaxy J5 (2016) তে 5.2 ইঞ্চির সুপার AMOLED HD 1280 x 720 ডিসপ্লে আছে. এটি 1.2GHz কোয়াড-কোর 64-বিট প্রসেসার আর 2GB র্যাম যুক্ত. এতে 16GBর ইন্টারনাল স্টোরেজও আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 64GB অব্দি বাড়ানো যেতে পারে. এটি অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ অপারেটিং সিস্টেমে কাজ করে. এতে 3100mAh এর ব্যাটারি আছে. এটি 13 মেগাপিক্সালের.

আরো দেখুন: Xiaomi Mi 6 স্মার্টফোনের প্রেস রেন্ডার্স লিক হল

আরো দেখুন: এয়ারটেল 4G স্পিডের ক্ষেত্রে সবার আগে

সোর্স:

 

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo