Samsung Galaxy J5 (2017), J7 (2017)তে মেটাল ইউনিবডি ডিজাইন থাকবে
লিক অনুসারে Galaxy J 7 2017 এ 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকবে
মোবাইল কোম্পানি Samsung এই বছর তাদের 2017 Galaxy A series আর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S8 আর S8 plus কে অফিসিয়ালি লঞ্চ করেছে।
এখন মনে করা হচ্ছে যে কোম্পানি তাদের 2017 Galaxy J series লঞ্চ করার তোরজোড় করছে। সম্প্রতি লিক হওয়া খবর অনুসারে এই সিরিজের স্মার্টফোন গুলি মেটাল ইউনিবডি ডিজাইন, ভাল ফ্রন্ট ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত হবে।
আরো দেখুন: Oppo A77 লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা নিয়ে…
লিক অনুসারে Galaxy J 7 2017তে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এছাড়া এই ডিভাইসে 3GB র্যাম থাকবে। এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র হবে। এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে।
এই ডিভাইসে 3600mAh ব্যাটারি থাকার সম্ভাবনা আছে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। J5 এ 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়া এই ডিভাইসে 2GB র্যামের সঙ্গে 16GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে।
আরো দেখুন: Idea, 4G স্মার্টফোনে সেরা অফার দেওয়ার জন্য Flipkart এর সঙ্গে চুক্তি করেছে…
আরো দেখুন: Samsung Galaxy J7 2017 পেল ওয়াই ফাই সার্টিফিকেশন